Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

গরমে ধুলার যন্ত্রণা

রোদ যেন জ্বালা ধরাচ্ছে শরীরে, আর গরমে হাঁসফাঁস। এর মধ্যে ধুলার ছড়াছড়িতে শ্বাস নেওয়াও দায়। ছবি : সকাল সন্ধ্যা
উন্নয়নকাজের দোহাই দিয়ে কেটে রাখা রাস্তা আর যেখানে সেখানে ফেলে রাখা বালু যন্ত্রণা বাড়াচ্ছে পথচলতি মানুষের। ছবি : সকাল সন্ধ্যা
নাকমুখ ঢেকে পথ বাড়ি দিতে গিয়েও বিপত্তি। শ্বাসই তো চলছে না। ছবি : সকাল সন্ধ্যা
পানির পরশ নেই, মাথার ওপরে জ্বলন্ত সূর্য, তার ওপর দূষণ। গরমে-দূষণে মলিন হচ্ছে গাছের পাতাও। ছবি : সকাল সন্ধ্যা
গরমে এমনিতেই বেড়েছে নানা রোগের প্রকোপ। তার সঙ্গে বায়ুদূষণ যুক্ত হয়ে বাড়াচ্ছে রোগের শঙ্কা। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকার মোহাম্মদপুরের একটি সড়কে চোখে পড়ে এমন দৃশ্য। রোদ-গরমের এই মৌসুমে এমন দূষণে অতিষ্ট নগরবাসী। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন