মহাবিশ্ব সম্পর্কে আমরা যত বেশি জানছি, বিজ্ঞানীরা যেন ততই জ্ঞানের অন্যান্য শাখার ওপর তাদের ছাপ মেরে দেওয়ার জন্য দৃঢ়-প্রতিজ্ঞ হয়ে উঠছেন।
উদ্ভিদ সংগ্রহের সেই অভিযানে লিনিয়াস প্রায় ১০০০ মাইল (১৬০০ কিলোমিটার) পায়ে হেঁটে ভ্রমণ করেন। ১৯৩৭ সালে প্রকাশিত হয় তাঁর ‘ফ্লোরা ল্যাপোনিকা’।
উদ্ভিদ সংগ্রহের সেই অভিযানে লিনিয়াস প্রায় ১০০০ মাইল (১৬০০ কিলোমিটার) পায়ে হেঁটে ভ্রমণ করেন। ১৯৩৭ সালে প্রকাশিত হয় তাঁর ‘ফ্লোরা ল্যাপোনিকা’।
যদি একাট্টা ইসলাম বলে কিছু না থাকে তাহলে একাট্টা মার্কসবাদ বলেও কিছু নেই।
বিদেশ থেকে আনা গাছপালাকে প্রবর্তিত তরু হিসেবে বিবেচনা করা হয়।… কোম্পানি আমলেও ইংরেজ, পর্তুগীজ, ফরাসি ও আর্মেনীয় বণিক এবং শাসকরা বেশ কিছু বিদেশি গাছ এ দেশে প্রবর্তন করেন যেগুলো অতীতে ছিল না।
রংপুর-দিনাজপুরের মাটি কৃষকের রক্তে লাল হলো, বাড়িঘর আগুনে পুড়ল, ক্ষেতের সোনার ধান পুড়ে হলো অঙ্গার। ফলাফল ছিয়াত্তরের মন্বন্তর।
ঢাকায় এই ঝরনা কলম কিভাবে এল আর কারা বানাল। সেই ইতিহাস অনুল্লেখিত এবং উপেক্ষিত।
এঙ্গেলসকে লেখা আরেকটি চিঠিতে মার্কস বলেন যে, সমগ্র এশিয়াজুড়ে ভূমিতে কোনও ব্যক্তিগত সম্পত্তি না থাকার নীতিটা মুসলমানরাই সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিল।
ছাতিমের একটি পল্লবে একটি বোঁটায় সাতটি পাতা থাকায় ছাতিমের আর এক নাম হয়েছে সপ্তপর্ণী বা সপ্তপর্ণা।
কৃষিবিদ ও প্রকৃতিবিষয়ক লেখক মৃত্যুঞ্জয় রায় সরেজমিন অনুসন্ধানে তুলে ধরছেন ঢাকার শ্যামলী নিসর্গের সেকাল একাল।
চন্দ্রলোকবিহারী নীল আর্মস্টংকে একথা জিজ্ঞেস করেছিলাম— ঢাকা আপনার কেমন লাগলো? মহাকাশচারী জবাবে বলেছিলেন— এমন সবুজ শোভা আর কোথাও দেখি নি।
কৃষ্ণচূড়া যেমন গ্রীষ্মের প্রতীক, কদম তেমনি বর্ষার। পঞ্জিকার পাতা না দেখেও কদম ফুলের ফোটা দেখে বলে দেওয়া যায়, বর্ষাকাল এসেছে। আষাঢ়-শ্রাবণ দু’মাস বর্ষাকাল।
উদ্ভিদ সংগ্রহের সেই অভিযানে লিনিয়াস প্রায় ১০০০ মাইল (১৬০০ কিলোমিটার) পায়ে হেঁটে ভ্রমণ করেন। ১৯৩৭ সালে প্রকাশিত হয় তাঁর ‘ফ্লোরা ল্যাপোনিকা’।
যদি একাট্টা ইসলাম বলে কিছু না থাকে তাহলে একাট্টা মার্কসবাদ বলেও কিছু নেই।
বিদেশ থেকে আনা গাছপালাকে প্রবর্তিত তরু হিসেবে বিবেচনা করা হয়।… কোম্পানি আমলেও ইংরেজ, পর্তুগীজ, ফরাসি ও আর্মেনীয় বণিক এবং শাসকরা বেশ কিছু বিদেশি গাছ এ দেশে প্রবর্তন করেন যেগুলো অতীতে ছিল না।
রংপুর-দিনাজপুরের মাটি কৃষকের রক্তে লাল হলো, বাড়িঘর আগুনে পুড়ল, ক্ষেতের সোনার ধান পুড়ে হলো অঙ্গার। ফলাফল ছিয়াত্তরের মন্বন্তর।
ঢাকায় এই ঝরনা কলম কিভাবে এল আর কারা বানাল। সেই ইতিহাস অনুল্লেখিত এবং উপেক্ষিত।
এঙ্গেলসকে লেখা আরেকটি চিঠিতে মার্কস বলেন যে, সমগ্র এশিয়াজুড়ে ভূমিতে কোনও ব্যক্তিগত সম্পত্তি না থাকার নীতিটা মুসলমানরাই সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিল।
উদ্ভিদ সংগ্রহের সেই অভিযানে লিনিয়াস প্রায় ১০০০ মাইল (১৬০০ কিলোমিটার) পায়ে হেঁটে ভ্রমণ করেন। ১৯৩৭ সালে প্রকাশিত হয় তাঁর ‘ফ্লোরা ল্যাপোনিকা’।
যদি একাট্টা ইসলাম বলে কিছু না থাকে তাহলে একাট্টা মার্কসবাদ বলেও কিছু নেই।
বিদেশ থেকে আনা গাছপালাকে প্রবর্তিত তরু হিসেবে বিবেচনা করা হয়।… কোম্পানি আমলেও ইংরেজ, পর্তুগীজ, ফরাসি ও আর্মেনীয় বণিক এবং শাসকরা বেশ কিছু বিদেশি গাছ এ দেশে প্রবর্তন করেন যেগুলো অতীতে ছিল না।
রংপুর-দিনাজপুরের মাটি কৃষকের রক্তে লাল হলো, বাড়িঘর আগুনে পুড়ল, ক্ষেতের সোনার ধান পুড়ে হলো অঙ্গার। ফলাফল ছিয়াত্তরের মন্বন্তর।
ঢাকায় এই ঝরনা কলম কিভাবে এল আর কারা বানাল। সেই ইতিহাস অনুল্লেখিত এবং উপেক্ষিত।
এঙ্গেলসকে লেখা আরেকটি চিঠিতে মার্কস বলেন যে, সমগ্র এশিয়াজুড়ে ভূমিতে কোনও ব্যক্তিগত সম্পত্তি না থাকার নীতিটা মুসলমানরাই সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিল।