ইনিংসের শেষ তিন উইকেটের তিনটিই তুলে নিয়ে হ্যাটট্রিক করলেন। এর আগে নিয়েছেন আরও তিনটি। চলমান জাতীয় লিগের দ্বিতীয় দিন ৩১ রানে ৬ উইকেট নিয়ে বরিশালের বিপক্ষে প্রথমশ্রেণীতে ক্যারিয়ার সেরা বোলিং করলেন আফিফ হোসেন। এই ফরম্যাটে তার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট।
আফিফের দুর্দান্ত পারফরম্যান্সে বরিশালের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনেই জয় দেখছে খুলনা। নিজেদের প্রথম ইনিংসে ৩১৩ রান করেছে তারা। বরিশাল প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১২৬ রানে। ফলোঅনে পড়েও ১১৯ রান তুলতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়েছে বরিশাল। ম্যাচের তৃতীয় দিন ৬৮ রানে পিছিয়ে থেকে নামবে তারা।
সিলেটে রংপুর ঢাকার বিপক্ষে লিড নিয়েছে ৮৭ রানের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৪তম সেঞ্চুরি করেছেন রংপুরের নাঈম ইসলাম। ২২১ বলে ১৬ চারে ১১১ রান তার। নাঈমের ইনিংসে ৮ উইকেটে ৩০৮ রান তুলে দিন শেষ করে রংপুর। এর আগে ঢাকা বিভাগ ২২১ রান করে। সিলেটের অপর ম্যাচে ময়মনসিংহের করা প্রথম ইনিংসে ৪০১ রানের জবাবে সিলেট নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান করেছে। সিলেটের হয়ে খেলতে নামা মুশফিক করেছেন মাত্র ২০ রান।
এছাড়া রাজশাহীতে চট্টগ্রামের প্রথম ইনিংসে করা ৪০১ রানে জবাবে রাজশাহী কোনক্রমে ফলোঅন এড়িয়েছে ১৯৬ রান করে। চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৩৩ রান তুলে ৩৩৮ রানের বড় লিড নিয়ে দিন শেষ করে।



