আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশি ইলেকট্রনিকস ও প্রযুক্তি খাতের ব্র্যান্ড ওয়ালটন। আজ বৃহস্পতিবার সকালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেজে ওয়ালটনের সঙ্গে এই পার্টনারশিপের ঘোষণা দিয়ে পোস্ট করেছে এএফএ। সেখানে ওয়ালটনের কারখানা ও বিভিন্ন পণ্যের সঙ্গে দেখা গেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারদের।
নিজেদের অফিশিয়াল ওয়েবসবাইটেও অন্যান্য স্পন্সরদের সঙ্গে ওয়ালটনের নাম ও লোগো প্রকাশ করেছে এএফএ। আগামী এক বছরের জন্য বাংলাদেশে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল রিজিওনাল স্পনসর হিসেবে চুক্তি করেছে ওয়ালটন।
এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ‘‘আর্জেন্টিনার জাতীয় দল বাংলাদেশের মানুষের সমর্থন, শক্তি এবং আবেগ অনুভব করে। বাংলাদেশের জন্য এএফএর নতুন আঞ্চলিক স্পন্সর হিসেবে ওয়ালটনের মতো একটি আইকনিক প্রতিষ্ঠানকে পেয়ে আমরা খুবই খুশি।’
ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ওয়ালটন পণ্যের নানা ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাবে লিওনেল মেসি–এমিলিয়ানো মার্তিনেসদের। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ব লাভ করল ওয়ালটন। ওয়ালটন পণ্যের নানান ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাবে মেসি-মার্টিনেসদের, যা প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।
বিশ্বের শতাধিক দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে ওয়ালটন। আর্জেন্টিনার সঙ্গে যুক্ত হওয়ায় তাতে অনেকখানি এগিয়েও গেল তারা।