ক্রিস্তিয়ানো রোনালদো আসবেন বলে সাজ সাজ রব পড়েছিল গোয়ায়। রাজ্যের প্রধানমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বিশ্বসেরা খেলোয়াড় বলে প্রশংসাতেও ভাসিয়েছিলেন রোনালদোকে। কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে সৌদি ক্লাব আল নাসর ভারতের গোয়ায় এসেছে রোনালদোকে ছাড়াই!
এফসি গোয়ার বিপক্ষে আজ সন্ধ্যা ৭-৪৫ মিনিটে গোয়ায় মুখোমুখি হবে আল নাসর। সাদিও মানে, জোয়াও ফেলিক্সরা এলেও দলের সঙ্গে আসেননি কিন্তু কেন? ম্যাচের আগে আল নাসর কোজ জর্জ জেসুস বলেছেন, ‘‘রোনালদোর অনেক ভক্ত। সবাই ওর খেলা দেখতে চায়। সবাই ওকে ভালবাসে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সৌদি আরবের বাইরের ম্যাচগুলিতে আমরা ওকে বিশ্রাম দেব। পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত।’’
আল নাসরের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী সৌদি আরবের বাইরের ম্যাচগুলিতে রোনালদো খেলবেন নিজের ইচ্ছায়। আর বয়স ৪০ ছাড়িয়ে যাওয়াতেই হিসেব করে খেলছেন রোনালদো। কারণ তার লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে সতেজ হয়ে খেলতে চান তিনি।
রোনালদোকে ছাড়াই অবশ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে ইসতিকলালকে ৫-১ আর আল জাওয়ারাকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর।