মিশন: ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং এর পর কি ইতি টানা হবে এই হলিউড ফ্র্যাঞ্চাইজির? কী পরিকল্পনা করছেন টম ক্রুজ এবং নির্মাতা ক্রিস্টোফার ম্যাককোয়ারি?
সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনের সঙ্গে আলাপে ৬২ বছর বয়সী ক্রুজ এবং ৫৬ বছর বয়সী নির্মাতার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
টম ক্রুজ অবশ্য প্রশ্ন এড়িয়ে বলেছেন, “সিনেমাটা বরং দেখতে হবে।”
মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজের অষ্টম এই সিক্যুয়েল এর মধ্য দিয়ে সিরিজটির আদৌ সমাপ্তি ঘটতে যাচ্ছে কিনা এমন প্রসঙ্গে নির্মাতা ম্যাককোয়ারি দিলেন কুটনৈতিক উত্তর।
তিনি বলেন, “এই মুহূর্তে এটি আমার পক্ষে বলা কঠিন। কারণ বিষয়টা বুঝতে হলে আপনাকে অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হবে।”
সিনেমাটিকে ‘পুরো ফ্র্যাঞ্চাইজির একটি মহাকাব্যিক, আবেগঘন যাত্রা’ বলে উল্লেখ করেন ম্যাককোয়ারি। পাশাপাশি সিনেমাটিকে প্রাচীন গ্রিক মহাকাব্য ‘দ্য ওডিসি’ এবং ‘দ্য ইলিয়াড’ এর সঙ্গে তুলনা করেন তিনি।
২০১৫ সালে মিশন: ইম্পোসিবল রোগ নেশন দিয়ে এই অ্যাকশন সিরিজে অভিষেক ঘটে ম্যাককোয়ারির।
অবশ্য এম্পায়ারের সঙ্গে ওই সাক্ষাৎকারে শেষমেশ কোন রাখঢাক রাখেননি ম্যাককোয়ারি। তার আলাপের এক পর্যায়ে, ফাইনাল রেকনিং এর মধ্য দিয়ে মিশন: ইম্পসিবল– এর সমাপ্তির ইঙ্গিত দিলেন এই নির্মাতা।
তিনি বলেন, “আশা করি ৩০ বছরের গল্পের একটি সন্তোষজনক সমাপ্তি হবে। আমি বেশ আত্মবিশ্বাসী যে মানুষ সিনেমার নামটিকে বেশ উপযুক্ত বলে মনে করবে।”
আসছে ২৩ মে মিশন: ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আরও পড়ুন: দ্য ফাইনাল রেকনিং এর টিজারে পাওয়া গেল যে ৮ আভাস