Beta
শনিবার, ১৮ মে, ২০২৪
Beta
শনিবার, ১৮ মে, ২০২৪

৮৬ বছর পর যুক্তরাজ‍্যে বন্ধ হলো রিডার্স ডাইজেস্ট

রিডার্স ডাইজেস্ট
রিডার্স ডাইজেস্ট
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

যুক্তরাজ‍্যে ৮৬ বছরের পথচলা থামল রিডার্স ডাইজেস্ট সাময়িকীর। সম্প্রতি সাময়িকীটির সম্পাদক ইভা ম্যাকেভিচ তার লিঙ্কডইন অ্যাকাউন্টে এই খবর জানান।

সেখানে তিনি লেখেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ৮৬ বছরের অসাধারণ যাত্রা শেষ করে রিডার্স ডাইজেস্ট যুক্তরাজ্যে তার কার্যক্রম বন্ধ করছে। দুর্ভাগ্যজনকভাবে, রিডার্স ডাইজেস্ট আজকের নির্মম ম্যাগাজিন প্রকাশনা জগতের আর্থিক চাপ সহ্য করতে না পেরে বন্ধ হয়ে গেছে।”

ম্যাকেভিচ সাময়িকীটির যুক্তরাজ্য সংস্করণ বন্ধ হওয়ার ঘোষণার পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। যেসব লেখকের বকেয়া আছে, তাদের সেই অর্থ দিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এবিষয়ে তিনি বলেন, “ঋণ পরিশোধকারীরা দ্রুততম সময়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপগুলো ব্যাখ্যা করবেন। আমি আন্তরিকভাবে আশা করি, এই প্রক্রিয়াটি আপনাদের জন্য সাবলীল ও দ্রুত হবে।”

১৯২২ সালে যুক্তরাষ্ট্রে ডেউইট ওয়ালেস ও লিলা ওয়ালেস রিডার্স ডাইজেস্ট সাময়িকী প্রতিষ্ঠা করেন। প্রকাশনার শুরু থেকেই এটি দ্রুত জনপ্রিয়তা পায়।

১৯২৯ সালের মধ্যে রিডার্স ডাইজেস্টের গ্রাহক সংখ্যা ছিল ২ লাখ ৯০ হাজার। আর বছরে এটি আয় করত প্রায় ৯ লাখ ডলার।

সাময়িকীটির প্রথম আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ হয় যুক্তরাজ‍্যে, ১৯৩৮ সালে।

রিডার্স ডাইজেস্টের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সময় এর আন্তর্জাতিক সংস্করণ ছিল ৪০টি। আর এটি ১৩টি ভাষা ও ব্রেইল লিপিতে প্রকাশিত হতো। এক সময় রিডার্স ডাইজেস্ট ছিল চীন, মেক্সিকো, স্পেন, সুইডেন, পেরু ও অন্যান্য দেশে সর্বাধিক প্রচারিত সাময়িকী। বিশ্বজুড়ে তখন এটি প্রায় ২৩ মিলিয়ন কপি বিক্রি হতো।

বাংলাদেশেও বিভিন্ন পত্রিকার দোকানে সাময়িকীটি বিক্রি হতো। এছাড়া হকাররাও এটি বাসা-বাড়িতে গ্রাহককে সরবরাহ করতেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত