২৩৬ রানের লক্ষ্য। মাত্র ২ রানে নেই ২ উইকেট। এমন অবস্থায় রান তাড়া করে বাংলাদেশ নারী দলের পক্ষে ম্যাচ জয়ের বাজি ধরার লোক খুব কমই পাওয়া যাবে। ৯৪ রানে নিগার সুলতানা জ্যোতির ফেরার সঙ্গে বাংলাদেশের হার দেখছিল সবাই।
কিন্তু এই নারী দল অন্য রকম। এখন আর শুধু জ্যোতির ওপর নির্ভর করে থাকা নয়। বাকিরাও ম্যাচ জেতাতে পারে। রিতুর অসাধারণ হাফসেঞ্চুরিতে আয়ারল্যান্ডের দেওয়া ২৩৬ রান টপকে ৮ উইকেটে ২৪০ রান করেছে বাংলাদেশ।
সেই দৃঢ়তা দেখালেন রিতু মনি। এই অলরাউন্ডারের বীরোচিত ইনিংসে নারী বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচ জিতেছে বাংলাদেশ। মাত্র ৮ বল হাতে রেখে ২ উইকেটের এই জয়ে বিশ্বকাপ মূল পর্বের পথে ভালো ভাবেই এগোচ্ছে বাংলাদেশ।
অবিশ্বাস্য ইনিংস খেলেছেন রিতু। শেষদিকে বাংলাদেশের ওভারপ্রতি রান বেড়ে যাচ্ছিল। ৬১ বলে ৬৭ রানের ইনিংসে রান ও বলের দুরত্ব খুব বাড়তে দেননি। রিতুর ইনিংসে মাত্র ৬টি চার ও ১টি ছক্কা এসেছে। বাউন্ডারীর সংখ্যা কম থাকলেও সিঙ্গেল ও ডাবলসে রানের চাকা এগিয়ে নিয়েছেন এই ব্যাটার।
রিতুকে যোগ্য সঙ্গ দিয়েছেন ১৭ বলে ১৮ রান করা নাহিদা আক্তার। দুজনের নবম উইকেট জুটিতে হয়েছে রেকর্ড। জাহানারা আলম ও পান্না ঘোষের ৩৭ রান ভেঙে রিতু-নাহিদার অপরাজিত ৫৪ রান এখন শীর্ষে। এই রেকর্ডেই আনন্দময় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।
শেষ দুই ওভারে ১৩ রান দরকার ছিল বাংলাদেশের। মুরের ওভারটিতে নাহিদা তৃতীয় বলে একটি চার ও চতুর্থ বলে ফ্রি হিট থেকে ছক্কা মেরে খেলা শেষ করেন রিতু। এর আগে ২ রানে ২ উইকেট হারানোর পর নিগার সুলতানার ৬৮ বলে ৫১, শারমিন আক্তারের ২৪ ও ফাহিমা খাতুনের ২৮ রান লড়াইয়ে ছিল বাংলাদেশ।
ছয় দলের বাছাইপর্বে বর্তমানে রান রেটে শীর্ষে আছে বাংলাদেশ। দুই ম্যাচ থেকে দুই জয়ে ৪ পয়েন্ট পাওয়া পাকিস্তান রান রেটে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে।