Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ২, আহত ৮  

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সকাল সন্ধ্যা
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও আট জন আহত হয়েছে। হতাহত সবাই মাইক্রোবাসটির যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি শুভরজ্ঞন চাকমা।

তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাতে শুভরজ্ঞন চাকমা জানান, বেলা ১১টার দিকে খোদাইবাড়ী এলাকায় কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৮ জন আহত হয়।

পরে স্থানীয় কয়েকজন আহতদের উদ্ধার করে ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

ওসি জানান, নিহতদের মরদেহ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত