Beta
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
Beta
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

প্রথম ধাপেই ফুটবল বিশ্বকাপের ১০ লাখের বেশি টিকিট বিক্রি

f1
[publishpress_authors_box]

২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দল নিশ্চিত হয়নি এখনও। তারপরও বিশ্বকাপ নিয়ে চলছে উন্মাদনা। বৃহস্পতিবার প্রথম ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রির খবর জানিয়েছে ফিফা।

এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন। সবচেয়ে বেশি টিকিট কেনা হয়েছে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে।

বিশ্বকাপের টিকিট কেনায় শীর্ষ ১০ দেশের তালিকায় অপর সাত দেশ ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স বলে ফিফা জানিয়েছে। কিন্তু কোন ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে, সেটা জানায়নি ফিফা।

১১ সেপ্টেম্বর বিশ্বকাপ সামনে রেখে ‘ভিসা প্রিসেল ড্র’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপ শুরু করে ফিফা। সেবার ১৫ লাখের বেশি আবেদন জমা পড়ে। আর গতকাল বিক্রি হয়েছে ১০ লাখের বেশি টিকিট।

এমন উন্মাদনা দেখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেছেন, ‘‘ এখনও এই বিশ্বকাপে জায়গা পেতে লড়াই করছে দলগুলো। ফুটবলপ্রেমীরাও এই সময় ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যে আগ্রহ দেখাচ্ছেন, তাতে ভীষণ রোমাঞ্চিত। দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। বিশ্বকাপটি যে সারা বিশ্বের সমর্থকদের উচ্ছ্বাসকে ছুঁয়ে ফেলছে, দারুণ কিছু সেটা।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত