Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

বাণিজ্যে বিরোধ নিষ্পত্তিতে কাজ করবে এফবিসিসিআই ও এসএলএনএসি

রবিবার বিকালে এফবিসিসিআইর মতিঝিল কার্যালয়ে সংগঠনটির আর্বিট্রেশন ট্রাইব্যুনাল ও শ্রীলঙ্কা ন্যাশনাল আর্বিট্রেশন সেন্টারের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়।
রবিবার বিকালে এফবিসিসিআইর মতিঝিল কার্যালয়ে সংগঠনটির আর্বিট্রেশন ট্রাইব্যুনাল ও শ্রীলঙ্কা ন্যাশনাল আর্বিট্রেশন সেন্টারের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়।
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুততর সময়ে ব্যবসা-বাণিজ্যের বিরোধ নিষ্পত্তিতে কাজ করতে চায় বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই’র আর্বিট্রেশন ট্রাইব্যুনাল ও শ্রীলঙ্কা ন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার (এসএলএনএসি)। তারা আর্বিট্রেশন বডিগুলোকে অধিক কার্যকর করা ও এডিআর ব্যবস্থাপনার ওপর ব্যবসায়ীদের আগ্রহ বাড়াতেও কাজ করবে।

রবিবার (২১ এপ্রিল) বিকালে এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল ও এসএলএনএসি’র মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও সংগঠনটির আর্বিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল দ্রুত, সাশ্রয়ী ও নিরপেক্ষতার সঙ্গে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া পরিচালনা করে থাকে। আমরা বিশ্বাস করি, একটি স্বচ্ছ ও শক্তিশালী আর্বিট্রেশন সিস্টেম বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বড় ভূমিকা রাখতে পারে।

এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল এবং এসএলএনএসি’র অভিজ্ঞতা বিনিময় আঞ্চলিক বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে জানিয়ে মাতলুব আহমাদ আশা প্রকাশ করেন, এডিআর ব্যবস্থাপনায় উভয় পক্ষ যৌথভাবে কাজ করতে পারে।

 এ সময় আর্বিট্রেশন ও এডিআর ব্যবস্থাপনা উন্নয়নে এফবিসিসিআই’র সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এসএলএনএসি’র চেয়ারম্যান হিরান ডে অ্যালুইস।

বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি ও সংগঠনের আর্বিট্রেশন টাইব্যুনালের সদস্য মো. মুনির হোসেন, এফবিসিসিআই পরিচালক ও আর্বিট্রেশন টাইব্যুনালের সদস্য প্রীতি চক্রবর্তী, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, এসএলএনএসি’র চিফ এক্সিকিউটিভ সিদান্থা কুলাতিলা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত