Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

২৪ ঘণ্টা না যেতেই বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবার বাড়ছে সোনার দাম।
দেশের বাজারে আবার বাড়ছে সোনার দাম।
Picture of বিশেষ প্রতিনিধি, সকাল সন্ধ্যা

বিশেষ প্রতিনিধি, সকাল সন্ধ্যা

কমানোর একদিন না যেতেই দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৬৩০ টাকা বাড়িয়েছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার দুপুরে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৮৪০ টাকা কমানো হয়েছিল। ২৪ ঘণ্টা না যেতেই রবিবার দুপুরে ৬৩০ টাকা বাড়ানো হলো।

দেশে এখন এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১০ হাজার ১৮৫ টাকা লাগবে; অর্থাৎ এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা (১ ভরিতে ১১.৬৬৪ গ্রাম)।

অন্যান্য মানের সোনার দামও একই হারে বাড়ানো হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ৩টা থেকে নতুন দর কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাজুসের ঘোষণার পর হলমার্ক করা প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনা ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৪ টাকা ও ১৮ ক্যারেট ৯৭ হাজার ৭০৯ টাকায় বিক্রি হচ্ছে।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৭৮ হাজার ৬৬২ টাকা।

হিসাব করে দেখা যাচ্ছে, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬৩০ টাকা। ২১ ক্যারেটের দাম বেড়েছে ৬০৬ টাকা। ১৮ ক্যারেটের বেড়েছে ৫১৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৪২০ টাকা বেড়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলে বিশ্ববাজারে সোনার দাম এখন ঊর্ধ্বমুখী। মাত্র ১২ দিনের ব্যবধানে তিন দফায় সোনার দাম সাড়ে ৫ হাজার টাকা বাড়িয়েছিল বাজুস।

বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৪০০ ডলার ছুঁই ছুঁই করছে।

বিশ্বে যেকোনও অনিশ্চয়তা দেখা দিলেই সোনার দাম চড়তে থাকে, যার প্রভাব স্থানীয় বাজারেও পড়ে।

কোভিড মহামারীর পর ইউক্রেন যুদ্ধ শুরু হলে সোনার দাম বাড়লেও পরে স্থিতিশীল হয়েছিল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমাবে—বাজারে এমন খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে সোনার দাম বাড়তে থাকে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় মূল্যবান এই ধাতুর দাম পাগলা ঘোড়ার মতো ছুটছে। ফেব্রুয়ারি মাসের মাঝা মাঝিতে প্রতি আউন্সের দাম ছিল ২ হাজার ডলারের নিচে। তারপর থেকে আর কমেনি।

রবিবার আন্তর্জাতিক বাজার বন্ধ ছিল। তার আগে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ২ হাজার ৩৯০ ডলার ৮৬ সেন্ট।

অনিশ্চিত বিশ্বে সোনায় বিনিয়োগ বাড়ায় এর দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলারে পৌঁছতে পারে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংক সিটি এনএ’র এক প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে।

রোজার ঈদের আগে দুই দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৫০০ টাকা বাড়ানো হয়েছিল।

গত ৬ এপ্রিল বাড়ানো হয় ভরিতে ১ হাজার ৭৫০ টাকা। দুদিন বাদে ৮ এপ্রিলও বাড়ানো হয় ১ হাজার ৭৫০ টাকা।

ঈদের পর গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আবার বাড়ানো হয়েছিল দাম। সেই দফায় বাড়ানো হয় ভরিতে ২ হাজার ৬৫ টাকা। তাতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় উঠেছিল, যা ছিল বাংলাদেশের ইতিহাসে রেকর্ড দর।

সব মিলিয়ে ১২ দিনের ব্যবধানে তিন দফায় সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে সাড়ে ৫ হাজার টাকার বেশি বাড়িয়েছিল বাজুস। সেখানে শনিবার কমানো হয় ৮৪০ টাকা।

সোনার দাম এত কম সময়ে বাড়ছে-কমছে কেন—এ প্রশ্নের উত্তরে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সকাল সন্ধ্যাকে বলেন, “সোনার দাম নির্ধারণের পদ্ধতি তারা বদলেছেন, এখন তারা বিশ্ব স্বীকৃত ‘ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল পলিসি’ অনুসরণ করেন।”

সেই পদ্ধতির ব্যাখ্যায় তিনি বলেন, “এতদিন আমরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে গোল্ডের দাম নির্ধারণ করতাম। সেক্ষেত্রে বিশ্ববাজারে যখন স্বর্ণের দাম কমত, তখন আমরা কমাতাম। আর যখন বাড়ত, তখন বাড়াতাম।

“এখন আমরা আমাদের স্বর্ণের সবচেয়ে বড় বাজার তাঁতীবাজারের বুলিয়ান মার্কেট ফলো করে দর নির্ধারণ করি। এই বাজারে স্বর্ণের দাম ঘণ্টায় ঘণ্টায় ওঠা-নামা করে। সেটা অনুসরণ করে আমরা নতুন দর নির্ধারণ করি। সেক্ষেত্রে এমনও হতে পারে, দিনে দুই বারও গোল্ডের দাম বাড়ানো-কমানো হতে পারে।”

কেন এই পদ্ধতি অনুসরণ করছেন—জানতে চাইলে মাসুদুর রহমান বলেন, সোনা আমদানি না হওয়ায় দেশের বাজারকে মানদণ্ড ধরছেন তারা।

“আমরা এখন বৈধভাবে কোনও গোল্ড আমদানি করি না। বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে গোল্ড আমদানির অনুমতি দিয়েছিল। প্রথম দিকে কিছু প্রতিষ্ঠান আমদানি করলেও এখন কেউ করছে না। কেননা, ডিউটি (শুল্ক) অনেক বেশি। আমদানি করলে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার টাকা ছাড়িয়ে যাবে।”

সেই কারণে বাজুস সভাপতি, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নির্দেশনায় ‘ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পলিসি’ অনুসরণ করা হচ্ছে বলে জানান মাসুদ।

তিনি বলেন, “দেশে গোল্ড রিফাইনারি শুরু হলে এবং শুল্ক কমালে বৈধভাবে আমদানি হলে, তখন আমরা আবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে গোল্ডের দাম নির্ধারণ করব।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত