Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

লেগ স্পিনে পার্থক্য গড়তে বাংলাদেশে মুশতাক আহমেদ

বাংলাদেশ দলে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ছবি: বিসিবি
বাংলাদেশ দলে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ছবি: বিসিবি
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলে ধারাভাষ্য দিতে এসেছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটার আমির সোহেল। কুড়ি ওভারের এই প্রতিযোগিতায় লেগ স্পিনারদের না দেখে হতাশা ঝরেছিল তার কণ্ঠে। সকাল সন্ধ্যায় দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, লেগ স্পিনারকে খেলতে না দিলে তার উন্নতি সম্ভব নয়। দেরিতে হলেও লেগ স্পিনারের গুরুত্ব সম্ভবত বুঝতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে এবার স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদকে।

জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে এই কোচ যোগও দিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে। মঙ্গলবার (২৩ এপ্রিল) মিরপুরে নতুন সহকর্মী ও শিষ্যদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিয়েছেন মুশতাক। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ দলে তার ভিশন ও লক্ষ্যের কথা। তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে লেগ স্পিনে পার্থক্য গড়ে দিতে চান তিনি।

বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর বিসিবিতে সাক্ষাৎকার দিয়েছেন মুশতাক। সেখানে শুরুতেই পাকিস্তানি কিংবদন্তি বলেছেন, “বাংলাদেশে আসা সবসময়ই দারুণ অভিজ্ঞতার। কারণ এখানকার মানুষজন সবসময়ই পাকিস্তানি ক্রিকেটারদের ভক্ত। সেকারণে এখানে এসে ক্রিকেট খেলা উপভোগ্য ছিল। আর এখানকার আতিথেয়তা চমৎকার। এখানকার খাবার এবং সবকিছু খুবই ভালো। ১৯৯৮ সালে সবশেষ খেলোয়াড় হিসেবে বাংলাদেশে এসেছিলাম।”

জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুড়ি ওভারের এই বিশ্ব আসর পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি করেছেন মুশতাক। প্রতিযোগিতাটি শুরু হতে বেশি দিন বাকি নেই। তবে এই সময়ের মধ্যেই লেগ স্পিনে বিপ্লব ঘটানোর লক্ষ্য তার, “আমি এখানে এসেছি পার্থক্য গড়ে দিতে। ইনশাআল্লাহ পার্থক্য গড়ে দিতে পারব। খেলোয়াড় ও কোচ হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটি এখানকার তরুণ ও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি, আমরা পার্থক্য গড়তে পারব। আমি বিশ্বাস করি, এই দটা অনেক প্রতিভাবান। যারা যেকোনও দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।”

খেলোয়াড় ও কোচ হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটি এখানকার তরুণ ও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করব।

– মুশতাক আহমেদ, বাংলাদেশের স্পিন বোলিং কোচ

বর্তমান ক্রিকেটে টি-টোয়েন্টির দাপট। বছরজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চলতেই থাকে। এর সঙ্গে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই বছর পরপর আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করে বলে টি-টোয়েন্টির ম্যাচসংখ্যাও বেড়েছে অনেক। কুড়ি ওভারের এই ফরম্যাটে ব্যাটারদের দাপট সবচেয়ে বেশি। এর মাঝেও বোলিংয়ে সাফল্যের হার হিসাব করলে লেগ স্পিনার বা রিস্ট স্পিনার থাকবেন ওপরের দিকে।

অথচ বাংলাদেশ দলে লেগ স্পিনার দেখা যায় না বললেই চলে। সাম্প্রতিক সময়ে রিশাদ হোসেনকে খেলানো হচ্ছে, কিন্তু এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে রিস্ট স্পিনার ছিলেন না বললেই চলে। এই অভাব পূরণে কাজ করবেন মুশতাক, “এশিয়ার দলগুলোর সবারই রহস্যময় স্পিনার রয়েছে। সেটা লেগ স্পিনার কিংবা চায়নাম্যান যাই বলুন। যেকারণে আমার মনে হয়, আমি আমার অভিজ্ঞতা ভাগাভাগি করে তরুণদের সাহায্য করতে পারব।”

কীভাবে লেগ স্পিনার খুঁজবেন, সেই পরিকল্পনাও করে এসেছেন এই পাকিস্তানি কোচ, “আমরা ক্লাব ক্রিকেটের কোচদের সঙ্গে যোগাযোগ করতে পারি। সবাই মিলে ভালোমোনের লেগ স্পিনার কিংবা চায়নাম্যান খুঁজে বের করে আনা সম্ভব। বর্তমানে সাদা বলের ক্রিকেটে মাঝের ওভারগুলোতে উইকেট পেতে লেগ স্পিনার কিংবা চায়নাম্যান অপরিহার্য হয়ে উঠেছে। আশা করছি, আমরা তাদের বের করে আনতে পারব।”

বাংলাদেশ পৌঁছেছেন, তবে এখনও কাজ শুরু করেননি। সাকিব আল হাসান-রিশাদদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি, “বিমানবন্দর থেকে আমি বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছি। তারা আমার প্রতি যে ভালোবাসা দেখাচ্ছে, আশা করছি সেটির প্রতিদান দিতে পারব। বাংলাদেশ ক্রিকেটের অংশ হতে পেরে গর্বিত। আমি (কাজ করতে) মুখিয়ে আছি।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত