Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

শুধু উগান্ডার অধিনায়কের চেয়ে ভালো স্ট্রাইক রেট শান্তর

বিশ্বকাপের ২০ অধিনায়কের মধ্যে শান্তর স্ট্রাইক রেট ১৯তম।
বিশ্বকাপের ২০ অধিনায়কের মধ্যে শান্তর স্ট্রাইক রেট ১৯তম।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এবারের বিশ্বকাপের চমক উগান্ডা। বাছাইয়ে জিম্বাবুয়েকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। তাতে একটা জায়গায় কিছুটা স্বস্তি পেতে পারেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

উগান্ডার সঙ্গে নাজমুলের সম্পর্ক কী? আছে। গভীরভাবেই আছে। বিশ্বকাপ খেলতে যাওয়া ২০ দলের অধিনায়কের মধ্যে সবচেয়ে খারাপ ব্যাটিং স্ট্রাইক রেট উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার। তিনি এই ফরম্যাটে রান করেছেন ১০৭.৯৪ স্ট্রাইক রেটে।

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা, তিনি একজন বোলার। শুধু তার স্ট্রাইক রেটই কম শান্তর চেয়ে।

২০ অধিনায়কের মধ্যে শান্ত ১৯ নম্বরে আছেন ১১১.০৬ স্ট্রাইক রেট নিয়ে। তবে মাসাবা ব্যাটার নন, বোলার। করেন ফাস্ট মিডিয়াম আর লেগ ব্রেক। একজন বোলারের জন্য ব্যাটিংয়ে ১০৭.৯৪ স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ কিছু নয়। কিন্তু তিন নম্বর জায়গায় খেলা বাংলাদেশ অধিনায়ক নাজমুলের ১১১.০৬ স্ট্রাইক রেট অবশ্যই মাথা ব্যথার কারণ।

আইপিএলে যেখানে এক ম্যাচেই দলগুলো করছে ৩০০ ছুঁই ছুঁই স্কোর, সেখানে বাংলাদেশের জন্য ২০০ করাটাই বিশেষ কিছু। সেখানে দায় নাজমুলের মত বাংলাদেশের সেরা ব্যাটারদের স্ট্রাইক রেট। দলের অধিনায়কের এমন স্ট্রাইক রেট নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন সহকারী কোচ নিক পোথাস, ‘‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শান্ত ভালো খেলছে।’’

৩৩ টি-টোয়েন্টির ক্যারিয়ারে শান্তর গড় যেখানে ২৬.৪০ আর স্ট্রাইক রেট ১১১.০৫ সেখানে সবশেষ ১২ ইনিংসে গড় ১৮.৫০ আর স্ট্রাইক রেট ১০৬.৩২। এই মারকাটারি টি-টোয়েন্টি যুগে যা বেমানান।

বিশ্বকাপের অধিনায়কদের স্ট্রাইক রেটই সে কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে। দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রামের স্ট্রাইক রেট ১৫০.৬৭, অধিনায়কদের মধ্যে তার স্ট্রাইক রেট সবচেয়ে বেশি।

শান্ত ও মাসাবা ছাড়া ১১০-এর ঘরে স্ট্রাইক রেট নেই কারও। ১৮ নম্বরে থাকা পাপুয়া নিউগিনির আসাদ ভালার স্ট্রাইক রেটও ১২০.৩৪।

বিশ্বকাপের অধিনায়কদের স্ট্রাইক রেট

অধিনায়ক                দেশ                         স্ট্রাইক রেট

এইডেন মারক্রাম        দক্ষিণ আফ্রিকা          ১৫০.৬৭

রোভম্যান পাওয়েল     ওয়েস্ট ইন্ডিজ           ১৪৪.৮১

জস বাটলার              ইংল্যান্ড                    ১৪৪.৬১

রোহিত শর্মা               ভারত                       ১৩৯.৯৮

সাদ বিন জাফর          কানাডা                     ১৩৯.২৭

মিচেল মার্শ                অস্ট্রেলিয়া                 ১৩৫.৩৫

পল স্টার্লিং                আয়ারল্যান্ড               ১৩৫.২০

মোনাঙ্ক প্যাটেল         যুক্তরাষ্ট্র                    ১৩৩.৯১

রিচি বেরিংটন            স্কটল্যান্ড                   ১৩২.৩২

ওয়ানিন্দু হাসারাঙ্গা      শ্রীলঙ্কা                     ১৩০.৫২

বাবর আজম              পাকিস্তান                  ১২৯.৪২

রশিদ খান                 আফগানিস্তান            ১২৮.৭৫

আকিব ইলিয়াস          ওমান                       ১২৭.৩৪

রোহিত পৌডেল         নেপাল                     ১২৫.৩৮

কেন উইলিয়ামসন      নিউজিল্যান্ড              ১২৩.৫২

গেরহার্ড এরাসমাস      নামিবিয়া                   ১২২.৯৫

স্কট এডওয়ার্ডস         নেদারল্যান্ডস             ১২১.৫৬

আসাদ ভালা              পাপুয়া নিউগিনি         ১২০.৩৪

নাজমুল হোসেন         বাংলাদেশ                 ১১১.০৬

ব্রায়ান মাসাবা             উগান্ডা                      ১০৭.৯৪

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত