Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

দেশে ফিরেই গ্রেপ্তার কাচ্চি ভাই’র মালিক  

কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজ। ছবি : সংগৃহীত
কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজ। ছবি : সংগৃহীত
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরার পরই গ্রেপ্তার হয়েছেন বেইলি রোডের আগুনের ঘটনায় আলোচিত কাচ্চি ভাই রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা সোহেল সিরাজ (৩৪)।  

তাকে গ্রেপ্তারের বিষয়টি সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জনসংযোগ কর্মকর্তা পুলিশ সুপার মো. আজাদ রহমান।

সিআইডির পুলিশ সুপার মো. আজাদ রহমান বলেন, মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তাকে অভিবাসন পুলিশ আটক করে।

এরপর অভিবাসন পুলিশ সোহেলকে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির হাতে তুলে দেয়।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের একটি দোকান থেকে শুরু হওয়া কাচ্চি ভাইয়ের এখন দেশে ১৮টি শাখা রয়েছে।

কাচ্চি ভাইয়ের ওয়েবসাইট ও সোহেল সিরাজের ফেইসবুক প্রোফাইল অনুযায়ী, যশোর শহরের রেল রোডের তাওয়াজ যশোর এবং ঢাকার মিরপুরের সিরাজ চুইগোস্ত নামের দুটি রেস্তোরাঁরও মালিক তিনি। পাশাপাশি এ দুটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও তার নাম রয়েছে।

বেইলি রোডে আগুন লাগার পর সোহেল দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। এ নিয়ে ভয়াবহ ওই আগুনের ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো।

সিআইডির পুলিশ সুপার মো. আজাদ রহমান বলেন, “বেইলি রোডের আগুনের ঘটনায় করা মামলায় সোহেল সিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

আগুনে পুড়েছে ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ শপিং মল, যাতে মারা যান ৪৬ জন।

বুধবার সকালে সিআইডি সোহেলকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছে সিআইডি।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির দোকান কাচ্চি ভাই রেস্তোরাঁ। এছাড়া ভবনটির অন্যান্য তলায়ও ছিল অনেক খাবারের দোকান।

সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবার রাতে ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের প্রাণ যায়। নিহত ব্যক্তিদের মধ্যে ছিল ১৮ জন নারী ও ৮ শিশু। নিহতদের বেশিরভাগই খাবার খেতে ভবনটির বিভিন্ন রেস্তোরাঁয় গিয়েছিলেন।

এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে, যার তদন্ত করছে সিআইডি। 

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত