Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

নিজের নামে দিবস পেল ফুটবল

ফুটবল-৫১
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এই খেলাটি বিশ্বব্যাপী উদযাপনে বিশেষ একটি দিনের প্রতীক্ষা সেই কবে থেকে। অবশেষে নিজের নামে একটি দিবসের স্বীকৃতি পেল ফুটবল। জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য দেশগুলোর ভোটে অনুমোদন পেয়েছে ফুটবলের বিশেষ দিনটি। এখন থেকে ২৫ মে পালন করা হবে বিশ্ব ফুটবল দিবস।

এই দিনটি বেছে নেওয়ার বিশেষ কারণ আছে। ঠিক ১০০ বছর আগে এই দিনেই প্রথমবার স্বীকৃত আন্তর্জাতিক ফুটবলের প্রথম টুর্নামেন্ট চালু হয়েছিল। ১৯২৪ সালের ২৫ মে প্যারিস অলিম্পিকে প্রথমবার শুরু হয়েছিল ফুটবল ইভেন্ট।

জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৩টি সদস্যদেশ সর্বসম্মতিক্রমে ২৫ মে বিশ্ব ফুটবল দিবস পালনের পক্ষে ভোট দিয়েছে। বিশ্ব ফুটবল দিবসের রেজল্যুশনে, এই খেলাটির সঙ্গে অন্যান্য খেলাকে শান্তি, উন্নয়ন ও নারী ক্ষমতায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব ফুটবল দিবসের রেজল্যুশন উপস্থাপন করেন জাতিসংঘের লিবিয়ার স্থায়ী প্রতিনিধি তাহের এল-সনি। তিনি বলেছেন, “ফুটবল অথবা সকার (যুক্তরাষ্ট্রে ফুটবল এই নামে পরিচিত) বিশ্বের এক নম্বর খেলা এবং সারা বিশ্ব এই খেলাটি অনুসরণ করে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত