Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

প্রথম ধাপে বিনা ভোটে নির্বাচিত ২৫

EC2
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ২৫ জন প্রার্থী।

১৪৮ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ফরহাদ আহমেদ খান সকাল সন্ধ্যাকে বিষয়টি নিশ্চিত করেন।

বিনা ভোটে নির্বাচিত হওয়ায় এসব পদে আর ভোটের প্রয়োজন পড়বে না। গতকাল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন ১৯৮ জন প্রার্থী। ফলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনপদে ভোটের মাঠে লড়ছেন ১ হাজার ৬৯৩ জন প্রার্থী।

মোট চার ধাপে উপজেলা ভোট সম্পন্ন করা হবে। প্রথম ধাপে ১৫০টি উপজেলার তফসিল ঘোষণা করা হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযান চলায় তিন উপজেলার ভোট স্থগিত করেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এর মধ্যে দুটি উপজেলার ভোট প্রথম ধাপে হওয়ার কথা ছিল। তাই আগামী ৮ মে ভোট অনুষ্ঠিত হবে ১৪৮টি উপজেলায়।

যে সব উপজেলায় বিনা ভোটে নির্বাচিত প্রার্থী

বাগেরহাট সদর উপজেলায় তিন পদে তিন জন। মুন্সীগঞ্জ সদর উপজেলায় তিনজন। মাদারীপুরের শিবচর উপজলায় তিন পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ফেনীর পরশুরাম উপজেলায় তিন পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়া গাইবান্ধার সাঘাটা, নাটোরের সিংড়া উপজেলায় চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়ও চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিল। তবে ভোট বন্ধ হওয়ায় তিনি আর নির্বাচিত হচ্ছেন না।

এছাড়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলায়, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা, কক্সবাজার সদর, রাঙ্গামাটির কাউখালী উপজেলা ও চুয়াড়াঙ্গার দামুড়হুদা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

এছাড়া দিনাজপুরের হাকিমপুর উপজেলা, পাবনার বেড়া, কুষ্টিয়া সদর, মৌলভীবাজার বড়লেখা ও চুয়াড়াঙ্গার দামুড়হুদা উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

এবারের ভোটে কোনও প্রার্থীকে দলীয় প্রতীক দেওয়া হবে না বলে আগেই জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। ফলে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনেকটা নির্দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। ব্যালট ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দুই মাধ্যমেই এবার ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন। ১৪৮ উপজেলার মধ্যে ৯ জেলার ২২ উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত