Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্যাম্পে আকরাম

শ্রীলঙ্কার পেস বোলিং কোচ আকিব জাভেদের সঙ্গে দুই দিনের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছেন ওয়াসিম আকরাম।
শ্রীলঙ্কার পেস বোলিং কোচ আকিব জাভেদের সঙ্গে দুই দিনের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছেন ওয়াসিম আকরাম।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

‘সুইং অব সুলতান’ ওয়াসিম আকরাম এখন শ্রীলঙ্কায়। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার ক্যাম্পে পেসারদের বিশেষ প্রশিক্ষণ দিবেন পাকিস্তানের এই কিংবদন্তি। কাল (বুধবার) কলম্বোয় পৌঁছেছেন তিনি।

 দুই দিনের ক্যাম্পে কাজও শুরু করেছেন আজ (বৃহস্পতিবার) থেকে। শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হিসেবে রয়েছেন পাকিস্তানেরই আকিব জাভেদ। এবার আকরামের যোগ দেওয়াটা বাড়তি কিছু যোগ করবে লঙ্কানদের জন্য।

শুধু পেসারদেরই প্রশিক্ষণ দিবেন না ওয়াসিম আকরাম। দুই দিনের এই ক্যাম্পে তিনি কাজ করবেন হাই পারফর্ম্যান্স কোচ ও বিভিন্ন ক্লাবের কোচদের সঙ্গেও।

 এ নিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ডের বিবৃতি, ‘‘আকরাম সব মিলিয়ে পাঁচ সেশন থাকবেন আমাদের সঙ্গে। বিশ্বকাপ খেলতে যাওয়া লঙ্কান পেসারদের পর্যবেক্ষণের পাশাপাশি তিনি কাজ করবেন এসএলসির পেস একাডেমি, হাই পারফর্ম্যান্স কোচ ও ক্লাব কোচদের সঙ্গে।’’

এর আগে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কার মেন্টর হিসেবে কাজ করেছেন ওয়াসিম আকরাম। টেস্ট ও ওয়ানডে সিরিজে লঙ্কানরা হারলেও টি-টোয়েন্টিতে জিতেছিল ২-১’এ।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত