Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

ভয়ের কারণে জয়ের চিন্তা!

পোথাস
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

২-০ ব্যবধানে এগিয়ে, এরপরও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের ভয় হচ্ছে বাংলাদেশের! টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট বা বড় দলের পার্থক্য নেই এটা সত্য। তাই বলে নিজেদের ওপর আত্মবিশ্বাস কম থাকবে কেন? সহকারী কোচ নিক পোথাস সংবাদ সম্মেলনে এসে যেমনটা বলে গেলেন তাতে মনে হলো যেকোনও মূল্যে সিরিজ জয় নিশ্চিত করতে চান তারা। এরপর আসবে বিশ্বকাপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ব্যাপার।

সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিং নিয়েছিল বাংলাদেশ। পরে ব্যাট করে জিম্বাবুয়ের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বড় স্কোর করতে পারেননি ব্যাটাররা। টি-টোয়েন্টি ব্যাটিংয়ের আদর্শ প্রস্তুতিও হয়নি তাতে।

দ্বিতীয় ম্যাচেও চিত্রের পরিবর্তন ঘটেনি। টস জিতে এবারও বড় স্কোরের পরিকল্পনা ছিল না বাংলাদেশের। পোথাস জানালেন আগে সিরিজ জয়ের বিষয়টি, “যখনই আপনি আন্তর্জাতিক সিরিজ খেলবেন, প্রথম দায়িত্ব হচ্ছে সেই সিরিজটা জেতা। ওই দায়িত্বটা সবার আগে ঠিকঠাক মতো পালন করতে হবে। এরপর আপনি পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। ফলে এই উইকেটে যেটা করণীয়, আমরা সেটাই করেছি।”

অথচ এই সিরিজটিকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ বলা হচ্ছিল। কয়েকটি কম্বিনেশনে সেরা একাদশ খেলিয়ে দেখার কথা ছিল। কিন্তু সিরিজ হারলে সংবাদ মাধ্যমের কী প্রতিক্রিয়া হবে, সেই ভয়ে পরীক্ষার পথে হাঁটছে না বাংলাদেশ!

পোথাস বলেছেন, “আগেও বলেছি প্রথম কাজ হচ্ছে সিরিজ জয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা। আপনি চাইলেন, আমরাও পরীক্ষা-নিরীক্ষা করলাম, এরপর কিছু ভুল হলে আপনারাই আমাদের পরীক্ষা-নিরীক্ষার সমালোচনা করবেন। আমাদের ওই কাজটাই করতে হবে, যেটা আমরা সঠিক মনে করব।”

তাহলে কি সংবাদ মাধ্যমের ভয়েই দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে না বাংলাদেশ? পোথাসের বক্তব্য, “আমরা জিম্বাবুয়ের বিপক্ষে যদি হেরে বসি, তাহলে আপনি কী লিখবেন? আপনাদের প্রত্যাশাও পূরণ করতে হয় আমাদের। আপনারা কী লিখবেন সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে ভাবছি। সাংবাদিক হিসেবে আপনার কাজ প্রশ্ন করা, আপনি প্রশ্ন করছেন কেন আমরা এটা করছি। আমিও সেটারই উত্তর দিচ্ছি।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত