Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

‘তামিম সামনের বছর থেকে খেলবে’

পাপন-তামিম
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে জাতীয় দলে তামিম ইকবালের ফেরার প্রশ্নে উত্তর মিলল। আগামী বছর থেকে জাতীয় দলের হয়ে খেলবেন এই ওপেনার। এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে ২০২৫ সালের কোন সময় থেকে তামিমকে পাওয়া যাবে তা এখনও ঠিক হয়নি।

ক্রীড়ামন্ত্রী হিসেবে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন তামিম ইস্যুতে একটা বার্তা পরিষ্কার করেছেন, “তামিমের জাতীয় দলে খেলার ব্যাপারটা পুরোপুরি বোর্ডের ওপর নির্ভর করছে এমনটা নয়। এটা আসলে তামিমের সিদ্ধান্তের ওপরেও নির্ভর করছে। সর্বশেষ আমার সঙ্গে যতটুকু কথা হয়েছিল, সে (তামিম) প্রথমে জালাল ইউনুস ও সিরাজ (এনায়েত হোসেন), ওনাদের সঙ্গে বসেছে। এখন আমার সঙ্গে বসবে। আমি যেটা শুনেছি, সে সামনের বছর থেকে খেলবে।”

এ বছর আর বাংলাদেশের হয়ে তামিম খেলছেন না তা একরকম নিশ্চিত হয়ে যায় বিপিএলের সময়। বিশ্বকাপের পর বারবার বিসিবি ক্রিকেট অপারেশন্সের সঙ্গে তামিমের আলোচনা করার কথা ছিল। তারও আগে বিশ্বকাপ পারফরম্যান্স পর্যালোচনা কমিটির সঙ্গে তামিমের আলোচনা হয় বিপিএল চলাকালীন। ওই আলোচনাতেই তামিম পরিষ্কার করেছেন তার জাতীয় দলে খেলতে অনীহার কারণ।

সেখানে তামিমের ভাষ্যটা সংবাদ মাধ্যমে এসেছে পরে। চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকা অবস্থায় তামিম জাতীয় দলে খেলতে চান না। তাই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কা সিরিজে তামিমকে খেলাতে চেয়েও পারেনি বিসিবি। ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুসের সঙ্গে বসেও একই কথা বলেছেন তামিম।

হাথুরু বাংলাদেশের কোচ হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েছেন গত বছর ২০ ফেব্রুয়ারী থেকে। দুই বছরের এই চুক্তিকাল শেষ হবে ২০২৫ সালের ফেব্রুয়ারীতে। ওই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ফেব্রুয়ারী-মার্চে। ২০ তারিখের পরে এই টুর্নামেন্ট হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হাথুরুর মেয়াদ শেষ হওয়ার সম্ভাবনা আছে।

সেক্ষেত্রে তামিম কি পাকিস্তানে হতে যাওয়া টুর্নামেন্টে খেলছেন? আবার উল্টো প্রশ্নও রাখা যায়। যদি হাথুরু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের কোচ থাকেন তবে তামিমের তো তার ইচ্ছা (হাথুরুর অধীনে না খেলা) অনুযায়ী খেলার সম্ভাবনা নেই। এদিকে একই টুর্নামেন্টে খেলে ওয়ানডে ফরম্যাট ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত