Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

দুদক পেল প্রথম নারী মহাপরিচালক

দুদকের মহাপরিচালক শিরীন পারভীন
দুদকের মহাপরিচালক শিরীন পারভীন
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

দুর্নীতি দমন কমিশনে (দুদক) মহাপরিচালক হিসেবে প্রথমবারের মত দায়িত্ব পেয়েছেন একজন নারী। নতুন এই মহাপরিচালকের নাম শিরীন পারভীন।

পদোন্নতি পাওয়ার আগে তিনি দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার দুদক সচিব খোরশেদা ইয়াসমীনের সই করা প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

সেখানে প্রজ্ঞাপনে বলা হয়, “জনস্বার্থে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর তৃতীয় গ্রেডে শিরীন পারভীনকে মহাপরিচালক পদে পদোন্নতি দিয়ে এ আদেশ জারি করা হলো।”

শিরীন পারভীন ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন। ২০১৫ সালের নভেম্বরে পদোন্নতি পেয়ে পরিচালক হন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে খোরশেদা ইয়াসমীনকে সচিব হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রথমবারের মত একজন নারীকে দুদকের সচিব করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত