Beta
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Beta
মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বেনজিরের অবৈধ অর্থের খোঁজে দুদক, বিএফআইইউকে চিঠি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি ফেইসবুক থেকে নেওয়া।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি ফেইসবুক থেকে নেওয়া।

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বেনজীর ও তার পরিবারের সদস্যদের রক্ষিত অর্থের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) বুধবার চিঠি দিয়েছে দুদক। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

নগদ অর্থের খোঁজের পাশাপাশি এফডিআর, সঞ্চয়পত্রসহ স্থাবর-অস্থাবর সম্পদেরও খোঁজ নিচ্ছে দুদক। এসব তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক, সাব রেজিস্ট্রি অফিসসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি।

দুদকের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ সম্পদের তথ্য জানতে দুদকের জিজ্ঞাসাবাদেও হাজির করা হবে পুলিশের সাবেক এই মহাপরিদর্শককে।

গত ২২ এপ্রিল বেনজীর আহমেদের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুদক।

এই কাজের দায়িত্ব পেয়েছেন তিন কর্মকর্তা। এরা হলেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও সহকারী পরিচালক জয়নাল আবেদীন।

বেনজীর আহমেদের সম্পদের তথ্য প্রকাশ করে সম্প্রতি বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এসব প্রতিবেদনে বলা হয়, তার যে সম্পদ আছে তা চাকরি জীবনের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এরপর বেনজীরের সম্পদ অনুসন্ধানে দুদকে আবেদন করেন সংসদ সদস্য ও আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা চেয়েও আবেদন করেন আরেক আইনজীবী।

সবশেষ গত শনিবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পাতায় ‘আমার কিছু কথা’শিরোনামে এক ভিডিও বার্তা প্রকাশ করেন বেনজীর আহমেদ। যেখানে তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের জবাব দেন তিনি, অস্বীকার করেন সব অভিযোগ।

একইসঙ্গে বলেন, তার সম্পদ অবৈধ বলে কেউ প্রমাণ করতে পারলে তা দান করে দেবেন তিনি

গোপালগঞ্জের সন্তান বেনজীর দুই বছর আইজিপির দায়িত্ব পালনের পর ২০২২ সালে অবসর নেন। আইজিপির দায়িত্ব পালনের আগে তিনি র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তারও আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ছিলেন।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় র‌্যাবের যে সাতজন সাবেক ও বর্তমান কর্মকর্তার নাম আসে, তার মধ্যে বেনজীরও ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত