নগদের একটা বিজ্ঞাপন নিয়ে আলোচনা হচ্ছে যথেষ্ট। নায়ক জায়েদ খানের মোবাইল সুইমিংপুলে ফেলে দিয়েছেন সাকিব আল হাসান! জায়েদ এসেছিলেন তার সঙ্গে সেলফি তুলতে।
এবার সত্যি সত্যিই মাঠে সেলফি তুলতে আসা ভক্তের আচরণে মেজাজ হারালেন সাকিব আল হাসান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ (সোমবার) প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ শুরুর আগে মেজাজ হারান সাকিব। স্টেডিয়ামে ঢোকার সময় এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে এলে সাকিব মেজাজ হারিয়েছিলেন। তখন অবশ্য অপ্রীতিকর কিছু ঘটেনি।
এরপর প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। তখন হঠাৎ সেলফি তুলতে আসেন আরেক ভক্ত। প্রথমবার মানা করলেও কথা শোনেননি সেই ভক্ত।
তিনি সেলফি তুলতে চাইলে তার ওপর ক্ষুব্ধ হন সাকিব। তার মোবাইল কেড়ে নিতে চেয়েছিলেন প্রথমে। এরপর চড় শাসিয়েছেন। তবে মেজাজ হারালেও নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল তার। চড় মারতে গিয়েও নিজেকে সামলে নেন সাকিব। সেই ভক্তকে বের করে দেয়া হয় মাঠ থেকে। এমন একটা টুর্নামেন্টে কোনও ভক্তের সাকিব বা অন্য কোনও খেলোয়াড়ের কাছ পর্যন্ত আসতে পারাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নিরাপত্তা ঘাটতির ব্যাপারটা।
এই ম্যাচে আবার লিস্ট ‘এ’ তে ৪০০ উইকেট নেওয়ার মাইলফলকে পা রেখেছেন সাকিব আল হাসান। ৩০৭ ম্যাচে তার উইকেট ছিল ৩৯৮টি। আজ ৩০৮তম ম্যাচে ২ উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেন ৪০০ উইকেটের মাইলফলক। ৪০০ উইকেটের ৩১৭টিই অবশ্য ওয়ানডেতে।
সাকিবের শেখ জামালের বিপক্ষে তামিম ইকবালদের প্রাইম ব্যাংক করেছে ২৭০ রান। তামিম ফেরেন ২৫ রানে। জাকির হাসান ৮৫ ও মুশফিকুর রহিম করেন ৭৮। সাকিব ফেরান শাহাদাত দিপু ও জাকির হাসানকে।