Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

তাদের শাস্তি হবে সময়মতো : কাদের

ss-obaidul kader-4-7-23 2
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল মন্ত্রী এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। আগামী ৮ মে প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। যেখানে দলীয় নির্দেশনা না মেনে ৯ সংসদ সদস্যদের ১৩ স্বজন অংশ নিয়েছে ভোটে।

উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের অনেকেই প্রার্থীতা প্রত্যাহার করেনি- এ বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, “তাদের থামাতে আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তাদের আরও সক্রিয় উদ্যোগ নিতে বলা হয়েছে। অনেকে প্রত্যাহার করেছে, অনেকে প্রার্থিতা যাচাই বাছাইয়ে টিকতে পারেনি।”

দলীয় নির্দেশ অমান্য করলে কী ব্যবস্থা নেয়া হবে- এমন প্রশ্নে ওবায়দুল কাদের জানান, “যারা শৃঙ্খলাভঙ্গ করবে তাদের কোনও না কোনওভাবে শাস্তির মুখোমুখি হতে হবে।”

উদাহরণ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে ৭৩ জন এমপি বাদ পড়েছেন। এটা কি এক রকম শাস্তি নয়। মন্ত্রিপরিষদে ২৫ জন নেই। সময়মতো শাস্তি হবে। এটা একটা উদাহরণ।”

পৃথিবীর কোনও দেশেই গণতন্ত্র শতভাগ পারফেক্ট নয় দাবি করে কাদের বলেন, “আমরাও নির্বাচন পুরোপুরি পারফেক্ট এমন দাবি করি না। তবে গণতন্ত্র ত্রুটিমুক্ত করার চেষ্টা আমাদের রয়েছে।”

গণতন্ত্রের প্রতি বিএনপির কোনও আগ্রহ নেই উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনওদিনই ছিল না। ১৯৭৫ থেকে ২০০৬ পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি।”

আগামী ২৩ জুন দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচি নিয়েছে দলটি। সারা দেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত