Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

কোটালীপাড়া চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে দুদকের মামলা

কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান হাওলাদার।
কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান হাওলাদার।
Picture of আঞ্চলিক প্রতিবেদক, ফরিদপুর

আঞ্চলিক প্রতিবেদক, ফরিদপুর

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার স্ত্রী তাছলিমা আক্তারের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করেছে সংস্থাটি।  

দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় রবিবার মামলা দুটি করেন। মামলায় কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান ও তার স্ত্রী তাছলিমা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সাড়ে ৪ কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কোটালীপাড়ায় ভোট হতে যাচ্ছে আগামী ৮ মে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান এই নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মামলার অভিযোগে বিজন কুমার রায় বলেন, ২০১০ থেকে ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মুজিবুর রহমান ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ১৪০ টাকার স্থাবর ও ৪২ লাখ ৭১ হাজার ৫৮২ টাকার অস্থাবরসহ মোট ৮ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জন করেন।

মুজিবুরের এ সম্পদ অর্জনের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৬ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১১৯ টাকা। উল্লিখিত সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয়ের পরিমাণ ছিল ১ কোটি ৯৭ লাখ ৪০ হাজার ৪২০ টাকা।

ব্যয় বাদ দিলে মুজিবুরের প্রকৃত আয় থাকে ৪ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৬৯৯ টাকা। তার জ্ঞাত আয়ের সঙ্গে ৩ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ২৩ টাকার অসঙ্গতি পাওয়া গেছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, তাছলিমা আক্তার দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ২ লাখ ১৮ হাজার ৮০ টাকার কথা উল্লেখ করেন। নিজের কোনও আয় না থাকা সত্ত্বেও তিনি জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৪৩ লাখ ২৯ হাজার ২৮৫ টাকার সম্পদ নিজ নামে ভোগদখলে রেখেছেন।

মামলার বাদী বিজন কুমার রায় জানান, দুদক আইন ও অর্থ পাচার প্রতিরোধ আইনে তাছলিমার বিরুদ্ধে মামলা করা হয়।

তবে দুদকের অভিযোগ অস্বীকার করে মুজিবুর রহমান সকাল সন্ধ্যার কাছে দাবি করেছেন, তার কোনও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নেই।

তার অভিযোগ, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রতিপক্ষ তার বিরুদ্ধে দুদককে দিয়ে মামলা করিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত