Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

লিটনের আউটের ব্যাখ্যা মিরাজও জানেন না

লিটন ২
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে লিটন দাসের আউট নিয়ে সমালোচনা শেষ হচ্ছে না। ওই মুহুর্তে ধারাভাষ্যকাররাই অবাক হয়েছিলেন। নিশ্চিত ভাবেই এমন আউটের ব্যাপারে প্রশ্ন উঠেছে। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মেহেদি হাসান মিরাজের কাছেও ওমন আউটের কোন ব্যাখ্যা নেই।  

শুরুর ৪ ব্যাটারদের মধ্যে অভিজ্ঞতায় এগিয়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত। টেস্টে লম্বা ইনিংস আগেও খেলেছেন তিনি। যা সিলেট টেস্টে বাংলাদেশের খুব দরকার ছিল। কিন্তু শান্ত অভিজ্ঞতা কাজে লাগাতে ব্যর্থ হন। শান্তর সঙ্গে জয়-জাকির-দিপুরা ব্যর্থ হওয়ায় বিশ্বাস ছিল ৩৯ টেস্ট খেলা লিটন দলের ইনিংস সাজানোর দায়িত্ব নেবেন।

কিন্তু উইকেটে গিয়ে মুখোমুখি হওয়া প্রথম বলেই ডাউন দ্যা উইকেটে এসে স্লগ করেন এই ব্যাটার। বল ব্যাটে ঠিকঠাক না লাগায় ক্যাচ উঠে যায়। প্রথম বলেই আউট হন লিটন। এমন আউটে মাঠে থাকা বা টিভির সামনে থাকা সবারই চমকে যাওয়ার মতো অবস্থা। দলের প্রয়োজনের মুহুর্তে লিটন এমন কেন করলেন!

সংবাদ সম্মেলনে মিরাজের কাছে এ ব্যাপারে প্রশ্ন উঠলে এই অলরাউন্ডার জবাব দিতে পারেননি কিছুই, “এটার ব্যাখ্যা আসলে যে প্লেয়ার খেলেছে সে ভালো বলতে পারবে। পরিস্থিতি অনুযায়ী ওই মুহুর্তে কী চিন্তা করছে তা আমি বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয় শেষ দিকে এমন কিছু মেনে নেয়া কঠিন অবশ্যই।”

তবে ওই রকম আউটের পর মিরাজের চোখে বাংলাদেশ ড্রেসিংরুমও বিমর্ষ ছিল, “অবশ্যই সবাই তো হতাশায় ছিল। এভাবে আউট হওয়ার পর সবার তো খারাপ লাগে নিজের ভিতরে।”

অথচ শ্রীলঙ্কা দলের টপঅর্ডারও দুই ইনিংসে দ্রুত সাজঘরে ফিরেছে। কিন্তু দুবারই ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস মিলে বিপদ থেকে উদ্ধার করেন দলকে। নিজেরা এমন লড়াই ফিরিয়ে দিতে না পারার ব্যাখ্যায় মিরাজ বলেছেন, “আমাদের হয়ত শট খেলার প্রবণতা একটু বেশি হচ্ছে। যে বলটা ছাড়তে পারি সহজেই সেটা হয়তো খেলে দিচ্ছি তখন আউট হয়ে যাচ্ছি। টেস্ট ক্রিকেটটা আরও উন্নতি করতে হবে আমাদের।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত