Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

নেই পলকের শ্যালক রুবেল, ফাঁকা মাঠে গোল দেলোয়ারের

দেলোয়ার হোসেন ও লুৎফুল হাবীব রুবেল
দেলোয়ার হোসেন ও লুৎফুল হাবীব রুবেল
Picture of আঞ্চলিক প্রতিবেদক, বগুড়া

আঞ্চলিক প্রতিবেদক, বগুড়া

নির্বাচনে অংশ নিতে গিয়ে অপহরণ ও মারধরের শিকার দেলোয়ার হোসেন অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।

প্রতীক বরাদ্দের দিনে মঙ্গলবার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। এক চিঠিতে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ তাকে বিজয়ী ঘোষণা করেন।

এই দেলোয়ার হোসেনকে অপহরণের অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশনের (ইসি) চাপ, দলের চাপে নতি স্বীকার করে গত ২১ এপ্রিল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লুৎফুল হাবীব রুবেল, যিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক।

তার বিরুদ্ধে গত ১৫ এপ্রিল বিকালে জেলা নির্বাচন অফিসের ভেতর থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধরের অভিযোগ ওঠে। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজেও এ ঘটনা দেখা যায়।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “কোনও পদে একক প্রার্থী থাকলে আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় অতিবাহিত হওয়ার পরদিন রিটার্নিং কর্মকর্তা তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারেন।

“যেহেতু সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন ছাড়া অন্য কোনও প্রার্থী নেই তাই আজ দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।”

ভাইস চেয়ারম্যান পদে নির্ধারিত তারিখ আগামী ৮ মে ভোট হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।

‘এই জয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের’

দেলোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় পরিবারের সবাই খুব আনন্দিত বলে জানিয়েছেন তার ছেলে মুনয়েম হোসেন আকাশ।

তিনি বলেন, “এই জয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। তবে আমরা এখনও চিন্তিত। কেননা যারা অপহরণের কাজে সরাসরি জড়িত তারা এখনও গ্রেপ্তার হয়নি। আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দ্রুত গ্রেপ্তার করবে।”

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আগামী ৮ মে নাটোরে তিনটি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

এ নির্বাচনের তফসিলের পর সিংড়ার ৮ নম্বর শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছেড়ে উপজেলা চেয়ারম্যান হতে মনোনয়নপত্র দাখিল করেন প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য পলকের শ্যালক রুবেল।

বিতর্কের মুখে ভোটের মাঠ ছাড়লেন পলকের শ্যালক

মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ের আগের দিন পর্যন্ত একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ দেখা দিয়েছিল সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেলের।

কিন্তু ১৫ এপ্রিল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করতে যান স্থানীয় আওয়ামী লীগের আরেক নেতা দেলোয়ার হোসেন। সেদিন দেলোয়ার ও তার ভাইসহ তিনজনকে অপহরণের অভিযোগ ওঠে। আর সেই ঘটনার জন্য রুবেলের দিকে ওঠে অভিযোগের আঙুল।

স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও অপহরণকাণ্ডের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইসি তাকে তলব করে। রুবেলকে নিয়ে সমালোচনা ওঠার পর পলক সম্প্রতি সাংবাদিকদের বলেন, এই ঘটনায় তিনি বিব্রত এবং লজ্জিত।

ভগ্নিপতির নির্দেশেই মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ২১ এপ্রিল এক ভিডিওবার্তায় রুবেল বলেছিলেন, “উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কোনও মন্ত্রী-সংসদ সদস্যের আত্মীয়-স্বজন নির্বাচন করতে পারবে না।

“তারই আলোকে এই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুনাইদ আহমেদ পলকের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্রটি উইথড্র (প্রত্যাহার) করে নিচ্ছি। অফিসিয়াল যে প্রসেস রয়েছে, সেগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করব।”

অপহরণ : প্রতিমন্ত্রী পলকের শ্যালককে ইসিতে তলব

স্থানীয় সরকার প্রতিষ্ঠান উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচনে কয়েক ধাপে করছে নির্বাচন কমিশন। বিএনপির বর্জনের মধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে অংশ নিচ্ছে না। ফলে বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

প্রথম ধাপের ১৪৮ উপজেলায় সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইসির তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা ১৯৮ জন ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।

তাতে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত