Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

৪ গোলে হলান্ডের ইতিহাস, শীর্ষেই আর্সেনাল

াাাাাা
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

 আর্লিং হলান্ডকে লিগ টু’র খেলোয়াড় বলে কটাক্ষ করেছিলেন রয় কিন। এই মৌসুমে নিজের সেরা ছন্দে না থাকায় কিনের মত সাবেক অনেকে সমালোচনা করেছিলেন হলান্ডের। জবাবটা মাঠেই দিলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

উলভসের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে একাই করলেন ৪ গোল। হ্যাটট্রিক করেছেন বিরতির আগেই। তাতে গড়েছেন লিগে প্রথমার্ধের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করার বিরল কীর্তিও। এই লিগে বিরতির আগে দুটি হ্যাটট্রিক করা তৃতীয় খেলোয়াড় হলান্ড। এত দিন এই কীর্তিতে নাম ছিল অ্যান্ড্রু কোল ও মাইকেল ওয়েনের। ইতিহাদে প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক হলো ৩০তম বার, যা অন্য কোনো মাঠে হয়নি।

সব মিলিয়ে এই মৌসুমে হলান্ডের গোল ৩৬টি। ম্যানচেস্টার সিটিতে দুই মৌসুম শেষ হওয়ার আগে হ্যাটট্রিক করলেন ৯টি। এমনি তো গোল মেশিন বলা হয় না হলান্ডকে।

তিনি গোল করেন ১২, ৩৫, ৪৫ (ইনজুরি টাইমের তৃতীয় মিনিট) ও ৫৪ মিনিটে। চার গোলের প্রথম ও তৃতীয়টি পেনাল্টি থেকে। ৩৫ মিনিটে রদ্রির ক্রসে থেকে দীর্ঘ উচ্চতা কাজে লাগিয়ে লাফিয়ে দারুন হেডে করেছিলেন দ্বিতীয় গোলটি। ৫৪ মিনিটে ফোডেনের নিজেদের অর্ধ উঁচু করে বাানো বল নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান হলান্ড। ম্যানসিটির অপর গোলটি ৮৫ মিনিটে ইউলিয়ান আলভারাসের।

২৩ বছর বয়সে ক্যারিয়ারের এটা ২১তম হ্যাটট্রিক হলান্ডের। আর প্রিমিয়ার লিগে করলেন ষষ্ঠ হ্যাটট্রিক, তাও কেবল ৬৩ ম্যাচে। নতুন ইতিহাস হয়েছে তাতে। এত কম ম্যাচে প্রিমিয়ার লিগে ৬ হ্যাটট্রিক নেই আর কারও। লুইস সুয়ারেসে এতদিন শীর্ষে ছিলেন ১০২ ম্যাচে ৬ হ্যাটট্রিক করে।

এই জয়েও লিগে শীর্ষে ফেরা হয়নি ম্যানসিটির। এর আগে এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছিল আর্সেনাল। একবার করে লক্ষ্যভেদ করেন বুকায়ো সাকা, লিওনার্দো ত্রোসা ও ডেকলান রাইস। তাতে ৩৬ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮৩। ৩৫ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৮২।

এমিরেটসে ম্যাচের প্রথম ২৫ মিনিটেই বোর্নমাউথের গোলমুখে ১২টি শট নিয়েও জালের দেখা পায়নি আর্সেনাল।৪৫ মিনিটে পাওয়া পেনাল্টিতে তাদের এগিয়ে নেন সাকা। কাই হাভার্টজ ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল আর্সেনাল।

এবারের লিগে এটা সাকার ১৬তম আর সব মিলিয়ে ২০তম গোল। ১৯৮৬-৮৭ মৌসুমে মার্টিন হেইসের (২১ বছর ৩০ দিন) পর আর্সেনালের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এক মৌসুমে ২০ গোল করার কীর্তি গড়লেন সাকা। আজ তার বয়স ছিল ২২ বছর ২৪২ দিন।

৭০ মিনিটে ডান পায়ের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন ত্রোসা। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে ডেকলান রাইসের গোলে বড় জয়ে মাঠ ছাড়ে মিকেল আরতেতার দল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত