Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪
চারে ফিরল আতলেতিকো

৩০ ম্যাচে গোলের কীর্তিতে শিরোপার আরও কাছে ইন্টার

জয়ের পর ইন্টার খেলোয়াড়দের উল্লাস। ছবি : এক্স
জয়ের পর ইন্টার খেলোয়াড়দের উল্লাস। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ইন্টার ২ : ০ এম্পোলি

সিরি ‘এ’ শিরোপার আরও কাছে ইন্টার মিলান। এম্পোলিকে ২-০ গোলে হারিয়ে তারা পৌঁছে গেছে চ্যাম্পিয়ন হওয়ার দুয়ারে।

৩০ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে এক নম্বর জায়গাটা আরও মজবুত করল ইন্টার। দুইয়ে থাকা এসি মিলানের পয়েন্ট ৬৫ আর তিনে থাকা জুভেন্টাসের ৫৯। এখনই দুইয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ইন্টার এগিয়ে ১৪ পয়েন্টে।

কাল (সোমবার) সান সিরোয় পঞ্চম মিনিটে ফেদেরিকো দিমারকোর গোলে এগিয়ে যায় ইন্টার। ৮১ মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস সানচেজ।

এ মৌসুমে ৩০ ম্যাচেই গোল করেছে ১৯ বারের লিগ চ্যাম্পিয়ন ইন্টার। ইতালির এই লিগে ইন্টারের আগে ২০১৩-১৪ মৌসুমে কেবল জুভেন্টাসের ছিল এই কীর্তি । এবারের ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কোনও দল গোল করতে পারেনি টানা ৩০ ম্যাচে।

ভিয়ারিয়াল ১ : ২ আতলেতিকো

এদিকে স্প্যানিশ লা লিগায় সেরা চারে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। ভিয়ারিয়ালের মাঠে ঘাম ঝড়িয়ে তারা জিতেছে ২-১ গোলে।

নবম মিনিটে অ্যাক্সেল উইটসেল এগিয়ে দিয়েছিলেন আতলেতিকোকে। ৫০ মিনিটে সমতা ফেরান আলেকজান্দার। ম্যাচ শেষের তিন মিনিট আগে সাউল নিগুয়েজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডিয়েগো সিমিওনির দল।

৮৭ মিনিটে গোলের পর সাউল নিগুয়েজ। ছবি : এক্স

ম্যাচ শেষে আতলেতিকোর অ্যাক্সেল উইটসেল জানালেন, ‘‘ওরা খুব ভালো প্রেস করে গেছে। তবে ম্যাচটা জেতায় খুশি আমরা। পরের ম্যাচে চেষ্টা থাকবে আরও ভালো খেলার।’’

৩০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো উঠে এল চার নম্বরে। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে অ্যাথলেতিক বিলবাও। ৩০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫, বার্সার ৬৭ ও জিরোনার ৬৫।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত