Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

ফিলিস্তিনপন্থীদের উচ্ছেদ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে

দাঙ্গা পুলিশের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ছবি : বিবিসি
দাঙ্গা পুলিশের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ছবি : বিবিসি
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি (ইউএসসি) ক্যাম্পাস থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে লস অ্যাঞ্জেলস পুলিশ।

রবিবার সকালের দিকে ক্যাম্পাস কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে জানায়, ক্যাম্পাস ত্যাগ না করলে তাদের গ্রেপ্তার করা হতে পারে। এরপরই দাঙ্গা পুলিশের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানিয়েছে বিবিসি।

এসময় আন্দোলনরত কোনও শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ক্যারল ফল্ট। তিনি শান্তিপূর্ণভাবে ও নিরাপদে ক্যাম্পাস খালি করায় পুলিশকে ধন্যবাদ জানান।

ইউএসসি ক্যাম্পাসের একজন শিক্ষার্থী ও সাংবাদিক জেইন খান সিবিসিকে জানান, অস্থায়ী শিবিরে থাকা শতাধিক শিক্ষার্থীকে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির (ডিপিএস) সদস্যরা ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে।

তিনি বলেন, ‘‘শিক্ষার্থীদের অধিকাংশই ঝামেলা না করে ক্যাম্পাস ত্যাগ করেছেন। তবে কয়েকজনকে সেসময় স্লোগান দিতে দেখা গেছে।”

এদিকে ওই ঘটনার পরই অনলাইনে এক বিবৃতি দেয় ইউএসসি। এতে বলা হয়, বৈধ কাগজপত্র নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীরা, ফ্যাকাল্টি ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। তবে ক্যাম্পাসে তাঁবু বা এ জাতীয় কোনও উপকরণ নিয়ে ঢোকা যাবে না।

রবিবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্যারল ফল্ট জানান, ফিলিস্তিনপন্থী শিবিরের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পরীক্ষা নিতে সমস্যা হচ্ছে।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যাতে কোনও প্রতিবন্ধকতা ছাড়াই তাদের পরীক্ষা শেষ করতে পারে, তা নিশ্চিত করতে চাই আমরা। অচিরেই আমরা গ্রাজুয়েটদের সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করব।”

গত মাসে ইউএসসি কর্তৃপক্ষের নির্দেশে বিক্ষোভ দমনে ক্যাম্পাস চত্বরে প্রবেশ করেছিল পুলিশ। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফায় সংঘর্ষ হয়। তখন পুলিশ ৯৩ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল।

ইউএসসির আগে লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকেও একইভাবে পুলিশ বিক্ষোভকারীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়।

তবে যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভের সূচনা যে বিশ্ববিদ্যালয়ে, সেই কলাম্বিয়া ইউনিভার্সিটির পরিস্থিতি এখনও শান্ত হয়নি। এই সপ্তাহের শুরুতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ১১২ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেখানে পুলিশকে ফাঁকা গুলিও ছুড়তে হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত