Beta
সোমবার, ৬ মে, ২০২৪
Beta
সোমবার, ৬ মে, ২০২৪
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ বাড়ছে যুক্তরাষ্ট্রে

ক্যালিফোর্নিয়া-টেক্সাসে শতাধিক শিক্ষার্থী গ্রেপ্তার

গাজা যুদ্ধে বিরোধিতা করে চলমান বিক্ষোভ থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : আল জাজিরা
গাজা যুদ্ধে বিরোধিতা করে চলমান বিক্ষোভ থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : আল জাজিরা

গাজায় চলমান যুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ আরও জোরদার হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের দুই বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভের মুখে দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন নিরাপত্তা জোরদারে ন্যাশনাল গার্ড নামানোর আহ্বান জানানোর পরই পুলিশ শিক্ষার্থীকে গ্রেপ্তার করল বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্টের হার্ভার্ড ইউনিভার্সিটি ও ব্রাউন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি উপেক্ষা করে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি ঘোষণার পর বুধবার পুলিশ অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাস এবং লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীদের গ্রেপ্তার করে।

গত সপ্তাহে নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীদের এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোকে ইসরায়েলের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং গাজায় চলমান যুদ্ধে সমর্থন দেওয়া কোম্পানিগুলো থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে হবে।

গত বছরের ৭ অক্টোবর হামাস গাজা থেকে ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটিতে হামাসের হামলায় নিহত হয়েছিল ১ হাজার ১৩৯ জন। এছাড়া ইসরায়েলে ঢুকে পড়া হামাসের যোদ্ধারা অপহরণ করে নিয়ে যায় ২৫৩ জনকে।

ওই হামলার পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গত ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে অন্তত ৩৪ হাজার ২৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

শিক্ষার্থীদের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলন-বিক্ষোভের প্রায় সবই শান্তিপূর্ণ হলেও ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে আন্দোলনরতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়ে আসছে বিশ্ববিদ্যালয়গুলো।

বুধবার বৃহত্তম বিক্ষোভটি হয় অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে, যেখানে শত শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে ক্যাম্পাসের প্রধান লনে গিয়ে জড়ো হয়।

সেখানে তাদের অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনাও ছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, তারা পড়াশোনায় ‘বিঘ্ন ঘটানোর মতো কোনও ধরনের কার্যক্রম মেনে নেবে না’। একইসঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সরিয়ে দিতে পুলিশের প্রতি আহ্বান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত