Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা ওড়াবে ছাত্রলীগ

ছাত্রলীগের সংবাদ সম্মেলন
ছাত্রলীগের সংবাদ সম্মেলন। ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

গাজায় ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বাংলাদেশেও একই ধরনের কর্মসূচি দিয়েছে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা ওড়ানো হবে।

এই কর্মসূচিতে যোগ দিতে দেশের সব প্রগতিশীল ছাত্রসংগঠনকেও আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের নামী সব বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, এরই মধ্যে এই যুদ্ধে প্রাণ হারিয়েছে ৩৪ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ, আহতের সংখ্যা ৭৭ হাজার ৯০০ জনেরও বেশি।

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ, অস্ত্র তৈরি ও সরবরাহকারী এবং যুদ্ধ থেকে লাভবান কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে শিক্ষকরাও।   

বিক্ষোভ দমনে পুলিশের তৎপরতা গড়িয়েছে সহিংসতায়ও। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৩০০ আন্দোলনকারীকে।

সংবাদ সম্মেলনে নিরীহ মানুষের ওপর আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “সোমবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানাবে আমাদের নেতাকর্মীরা।”

ইনান বলেন, “ফিলিস্তিনে হওয়া অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সোচ্চার রয়েছে। তার একটি নমুনা সোমবার প্রদর্শন করতে চাই।

“সারা বাংলাদেশে একযোগে সব নেতাকর্মীদের নিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবো। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে এক সুরে আওয়াজ তুলব।”

এই আন্দোলন শুধু ছাত্রলীগের আন্দোলন নয় বলে মনে করেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, “এ আন্দোলন পাঁচ কোটি শিক্ষার্থীর আন্দোলন। এ কর্মসূচি পৃথিবীর সকল স্বাধীনতাকামী মানুষের কর্মসূচি।”

ফিলিস্তিনে উপনিবেশবাদী আগ্রাসন চলছে উল্লেখ করে তিনি বলেন, “পৃথিবীর প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। রাজনৈতিক মতামত প্রকাশ করার জন্য অনেক শিক্ষার্থী বহিস্কার হয়েছেন। যারা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তাদের মুখোশ উন্মোচন হয়েছে।”

যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলনে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তিরও দাবি জানান সাদ্দাম।

রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : সকাল সন্ধ্যা

একই দিন দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে রাজু ভাস্কর্যে জড়ো হয় দুই থেকে আড়াইশো শিক্ষার্থী। তারা ‘প্যালেস্টাইন ভয়েস আওয়ার চয়েস’ ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে আসে। এসময় বক্তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত