Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

বাংলাদেশকে সামর্থ্য জানিয়ে রাখল নেপাল

nepal1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

নামে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। তবে নেপালে আসা ক্যারিবীয়দের দলের অনেকেই থাকবেন বিশ্বকাপে। তাদের সঙ্গে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৪ রান তাড়া করে জিতেছিল নেপাল।

দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের পর আজ (বৃহস্পতিবার) চতুর্থ ম্যাচে ২৮ রানে হারল বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা নেপাল। তবে পাল্লা দিয়েই লড়াই করেছে তারা।

শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ করেছিল ৩ উইকেটে ২০৯ রান। আন্দ্রে ফ্লেচার ৫৪ বলে ৮৪, জনসন চার্লস ৩০ বলে ৫৮ আর ফ্যাবিয়ান অ্যালেন করেন ১৯ বলে ৩৩। রান উৎসবের ম্যাচে কুশল ভুরতেল ৪ ওভারে কেবল ২৩ রানে নেন ২ উইকেট।

জবাবে ১৮১ রানে অলআউট হয় নেপাল। অধিনায়ক রোহিত পাওদেল ৪৭ বলে করেছিলেন ৮২ রান। তবে মিডলঅর্ডার আশা জাগিয়েও ব্যর্থ হওয়ায় ২৮ রানে হারতে হয় নেপালকে। সমান ১৯ রানে আউট হন সন্দীপ জোরা, দিপেন্দ্র সিং ও গুলশান ঝা। ম্যাথু ফোর্ড ও হেইডেন ওয়ালশ নিয়েছেন সমান ৩টি করে উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত