Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে নেই সাকিব-মোস্তাফিজ

4444444
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

চোট কাটিয়ে বিপিএলে ফেরাটা স্মরণীয় করেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তখন থেকেই দাবি উঠছিল এই অলরাউন্ডারকে জাতীয় দলে ফেরানোর। আরেক অলরাউন্ডার আফিফ হোসেনও দলের বাইরে গত বছরের ডিসেম্বর থেকে। এই দুজনকে ফেরানো হলো জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে।

১৭ সদস্যের এই দলে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহরা থাকলেও নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সাকিব উমরা পালন করে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। প্রিমিয়ার লিগের সুপার লিগে ম্যাচগুলোও খেলছেন না তিনি।

মোস্তাফিজুর রহমান আইপিএল খেলে ফিরবেন ২ মে। তাই ২৬ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে থাকা হচ্ছে না তারও।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিনটি ম্যাচ চট্টগ্রামে হবে ৩ ৪ ও ৭ মে। সিরিজের শেষ দুটি ম্যাচ মিরপুরে ১০ ও ১২ মে হবে।

এবারের বিপিএলে ১২ ম্যাচে ১২.৮৬ স্ট্রাইক রেটে ২৭৮ রান করেছিলেন আফিফ। শেষ দিকে নেমে ১৮৫.২৯ স্ট্রাইক রেটে সাইফউদ্দিন করেন ৬৩ রান। পাশাপাশি উইকেট নিয়েছিলেন ১৫টি। তাই এই দুজনকে ফেরানো হয়েছে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে।

মোস্তাফিজ ক্যাম্পে না থাকলেও দেশে ফেরার পর খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে।

ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব জাতীয় দলের হয়ে ফেরেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে। এরপর উমরা পালন করে পরিবারের কাছে যান যুক্তরাষ্ট্রে। প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে সুপার লিগেও খেলছেন না তিনি।

ক্যাম্পে বাংলাদেশের ১৭ জনের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত