Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪
আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ

আমিরাতে সোনা জয় সান্ত্বনার

আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন সান্ত্বনা রানী রায়। ছবি: সংগৃহীত।
আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন সান্ত্বনা রানী রায়। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে পদক জিতে চলেছেন বাংলাদেশের সান্ত্বনা রানী রায়। এবার সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় জিতলেন সোনা।     

সংযুক্ত আরব আমিরাতের আজমানে ২৫-২৯ এপ্রিল অনুষ্ঠানরত আন্তর্জাতিক তায়কোয়ান্দো টুর্নামেন্টে সব মিলিয়ে ৩টি সোনা জিতেছে বাংলাদেশ।

প্রতিযোগিতায় ইনডিভিজুয়াল স্পারিংয়ের মেয়েদের অনূর্ধ্ব-৭৫ কেজি ওজন শ্রেণীতে সোনা জেতেন সান্ত্বনা।

বাংলাদেশে তায়কোয়ান্দোর দুটি সংগঠন। একটি আইটিএফ তায়কোয়ান্দোর (আন্তর্জাতিক তায়কোয়ান-দো ফেডারেশন) অধিভুক্ত। আরেকটি ডব্লিউটিএফের (ওয়ার্ল্ড তায়কোয়ান্দো)। ঘরোয়া ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ সান্ত্বনা খেলেন আইটিএফ তায়কোয়ান্দো। ২০১১ সালে প্রথম ঢাকায় আইটিএফ জাতীয় তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সান্ত্বনা জেতেন রুপা। এরপর ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা প্রতিটি জাতীয় প্রতিযোগিতায় জিতেছেন সোনা। এ ছাড়া ২০২০ সালে বঙ্গবন্ধু দ্বিতীয় আইটিএফ টুর্নামেন্টেও সোনার পদক জিতেছেন।

পদক মঞ্চে পতাকা হাতে বাংলাদেশ তায়কোয়ান্দো দলের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিকভাবে সান্ত্বনা সর্বোচ্চ সাফল্য পেয়েছেন বিশ্ব তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে। ২০২৩ সালে কাজাখস্থানে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে জেতেন রুপা।

এ ছাড়া ২০১২ সালে বাংলাদেশে হওয়া ফজিলাতুন্নেছা মুজিব আন্তর্জাতিক প্রতিযোগিতায় ও নেপালে ২০১৪ সালে এশিয়ান আইটিএফ তায়কোয়ান্দোতে জেতেন সোনা। ২০১৯ সালে ভারতে হওয়া দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপে এসেছে ব্রোঞ্জ।

সান্ত্বনার পাশাপাশি ছেলেদের ইভেন্টেও দুটি সোনার পদক এসেছে বাংলাদেশের। এর মধ্যে ছেলেদের উর্ধ্ব ৯২ কেজিতে মোহাম্মদ মেগদাদ হোসেন ও অনূর্ধ্ব ৮৫ কেজি ওজন শ্রেণীতে নোমান বিন নেওয়াজ সূর্য সোনা জিতেছেন।

ছেলেদের অনূর্ধ্ব-৬৭ কেজিতে মোহাম্মদ মোয়াজ হোসেন, উর্ধ্ব-৭০ কেজিতে মিনহাজ বিন নেওয়াজ স্বচ্ছ ও অনূর্ধ্ব-৫০ কেজিতে মোহাম্মদ শেখ রাইয়ান ইসমাইল ১টি করে রুপা জিতেছেন।

পদক জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। ছবি: সংগৃহীত।

অনূর্ধ্ব-৬০ কেজিতে মোহাম্মদ নাজমুল মিয়া ও অনূর্ধ্ব-৫৫ কেজিতে মোহাম্মদ মাহতাব হোসেন ১টি করে ব্রোঞ্জ জিতেছেন।

টিম স্পারিংয়েও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এই দলে খেলেছেন মোহাম্মদ মাহতাব হোসেন, নোমান বিন নেওয়াজ সূর্য, মিনহাজ বিন নেওয়াজ স্বচ্ছ, মোহাম্মদ রাইয়ান ইসমাইল ও মোহাম্মদ মোয়াজ হোসেন।

বাংলাদেশ দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত তায়কোয়ান্দো খেলোয়াড় সান্ত্বনা। সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে মুঠোফোনে সকাল সন্ধ্যাকে তিনি বলেন, “এই টুর্নামেন্টের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের ফল পেলাম আমরা। বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পেরে আমরা গর্বিত। এবার আমাকে স্পনসর করেছেন লাভলি ফাউন্ডেশনের চেয়ারম্যান সিলভিয়া লেনি। ভবিষ্যতে এমন স্পনসর পেলে আমাদের দলও অনেক দূরে এগিয়ে যাবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত