Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগে নাম দিয়েছেন তামিম-মুশফিক

তামিম-মুশফিক-৬
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগ। আগামী জুলাইয়ে শুরু হবে এই প্রতিযোগিতাটির পঞ্চম মৌসুম। এবারের আসরের নিলামে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের চার ক্রিকেটার। দুই সিনিয়র তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে নিলামে উঠবে নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদের নাম।

লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের নিলামে নাম নিবন্ধন করেছেন আইসিসির পূর্ণ সদস্য ২৪ দেশের ৫০০’র বেশি ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের চারজন। সোমবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

গত বছর দ্বীপ দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলেছিলেন বাংলাদেশের চার ক্রিকেটার- সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস ও শরিফুল ইসলাম।

হৃদয় খেলেছিলেন জাফনা কিংসের জার্সিতে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি। ৬ ইনিংসে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ডানহাতি ব্যাটার করেছিলেন ১৫৫ রান।

সাকিব খেলেছিলেন গল টাইটানসের হয়ে। ১০ ম্যাচে ব্যাটিংয়ের তুলনায় বোলিংয়ে আলো ছড়িয়েছিলেন বেশি। বাঁহাতি স্পিনে নিয়েছিলেন ১০ উইকেট। গলে তার সতীর্থ ছিলেন লিটন দাস। এই উইকেটকিপার ব্যাটারের লঙ্কা প্রিমিয়ার লিগ মোটেও ভালো যায়নি, ৩ ম্যাচে করেছিলেন মাত্র ৩৪ রান। এছাড়া শরিফুল খেলেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে।

এবারের নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার ছাড়াও আছে আরও অনেক বড় নাম। তাদের মধ্যে অন্যতম এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, রাসি ফন ডের ডুসেন, জিমি নিশাম, শাই হোপ, রিজা হেনড্রিকস, রাইলি রুশো, নসিম শাহ, মার্ক চ্যাপম্যান ও রহমানউল্লাহ গুরবাজ।

আগামী ১ জুলাই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। তবে নিলাম কবে হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত