Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

কানাডায় শিখ নেতা নিজ্জর হত্যায় ৩ ভারতীয় গ্রেপ্তার

হরদীপ সিং নিজ্জর
হরদীপ সিং নিজ্জর
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ভারতের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

কানাডা পুলিশের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের জুনে কানাডার ভ্যাঙ্কুভার শহরতলীর একটি ব্যস্ত গাড়ি পার্কিংয়ে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন ৪৫ বছর বয়সী শিখ নেতা নিজ্জর। এই হত্যাকাণ্ড ঘিরে কানাডা ও ভারতের মধ্যে বড় ধরনের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়।

ভারতের সরকার এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করলে দেশ দুটির মধ্যে টানাপোড়েন আরও বাড়ে।

অবশ্য ভারত বরাবরই শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ডে তাদের কোনও ধরনের সম্পৃক্ততার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছে।

কানাডা পুলিশের সুপারিন্টেডেন্ট মানদীপ মুকার শুক্রবার নিজ্জর হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করার তথ্য প্রকাশ করেন। গ্রেপ্তার তিনজন হলেন– করণ ব্রার (২২), কমল প্রীত সিং (২২) ও করণ প্রীত সিং (২৮)।

তিনি জানান, গ্রেপ্তার তিনজন আলবার্টার এডমন্টন এলাকায় বসবাস করছিলেন। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। আদালতের রেকর্ড অনুযায়ী, তাদের বিরুদ্ধে সরাসরি হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার তিনজনই গত তিন থেকে পাঁচ বছর ধরে কানাডায় বসবাস করে আসছিলেন উল্লেখ করে পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। তাদের সঙ্গে  “ভারত সরকারের কোনও ধরনের সংযোগ” আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কানাডা পুলিশের সহকারী কমিশনার ডেভিড টেবৌল বলেন, “এই বিষয়গুলোতে পৃথক ও স্বতন্ত্র তদন্ত চলছে। আর তদন্ত কেবল আজকে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা খোঁজার মধ্যেই সীমাবদ্ধ নয়।”

পুলিশ বলছে, নিজ্জর হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে এবং এ ঘটনায় আরও গ্রেপ্তার বা অভিযোগ দায়ের হতে পারে।

হরদীপ সিং নিজ্জর ছিলেন একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা যিনি ভারতের পাঞ্জাব অঞ্চলে খালিস্তান নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের জন্য প্রকাশ্যে প্রচার চালাতেন।

গত শতকের সত্তরের দশকে শিখরা ভারতে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করেছিল। পরের দশকে ভারতের সরকার সেই আন্দোলন দমন করার আগে হাজার হাজার মানুষ নিহত হয়। সেই সময় থেকেই এই আন্দোলনটি মূলত বড় শিখ অধ্যুষিত দেশগুলোতেই সীমিত রয়েছে।

একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার অভিযোগে ভারত অতীতে নিজ্জরকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছিল। তবে নিজ্জরের সমর্থকরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছে। তাদের দাবি, নিজ্জরের কর্মকাণ্ডের কারণে তাকে অতীতে জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল।

গত বছরের ১৮ জুন ভ্যাঙ্কুভারের প্রায় ৩০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত সারে শহরের গুরু নানক শিখ গুরুদুয়ারায় নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত