Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে রিট

গাছ লাগানো বা কাটা নিয়ে দেশে নেই কোনো নীতিমালা। ফাইল ছবি
গাছ লাগানো বা কাটা নিয়ে দেশে নেই কোনো নীতিমালা। ফাইল ছবি
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

তীব্র গরমের মধ্যেও দেশের বিভিন্ন এলাকায় গাছ কাটা অব্যাহত। এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রবিবার জনস্বার্থে রিট আবেদনটি করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া ও অ্যাডভোকেট রিপন বাড়ৈই।

এ আবেদনের বিষয়টি সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেছেন রিটকারীদের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি বলেন, “সম্প্রতি তাপমাত্রা বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এসব বিষয় যুক্ত করে রিট দায়ের করা হয়েছে।”

রিট আবেদনে গাছ কাটা বন্ধের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে ৭ দিনের মধ্যে পরিবেশবাদী, পরিবেশবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের শিক্ষকদের সমন্বয়ে একটি সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠনে নির্দেশনা চাওয়া হয়েছে।

পাশাপাশি গাছ কাটা বন্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ দিনের মধ্যে একটি সার্কুলার ইস্যু করে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পরিবেশ অফিসার, সরকারি কলেজের অধ্যক্ষ, সমাজকর্মী, পরিবেশবাদী, জেলা আইনজীবী সমিতির সভাপতি/সেক্রেটারি এবং সিভিল সার্জনের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

একইসঙ্গে গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এছাড়া সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ এর বিধানে গাছ লাগানোর চুক্তিভুক্ত পক্ষকে অর্থ প্রদানের বিধান সংযুক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না, সে মর্মে রুল চাওয়া হয়েছে।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, পরিবেশ সচিব, স্থানীয় সরকার সচিব, জনপ্রশাসন সচিব, সড়ক পরিবহন সচিব, ঢাকার দুই সিটির মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান বন সংরক্ষক, পুলিশ প্রধানকে বিবাদী করা হয়েছে।

রিট আদেনটি বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত