Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

এবার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস
Picture of শিহাব উদ্দিন

শিহাব উদ্দিন

চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

সিরিজের তৃতীয় ম্যাচে টস ভাগ্যে হারল বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানিয়েছে জিম্বাবুয়ে। আগের দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার তার ধারাবাহিকতা রাখলেন সিকান্দার রাজা।

তৃতীয় ম্যাচে দুই পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। অফস্পিনার শেখ মেহেদির পরিবর্তে খেলছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আর পেসার শরিফুল ইসলামের পরিবর্তে খেলছেন তানজিম হাসান সাকিব। আর জিম্বাবুয়ে দলে রিচার্ড এনগারাভার পরিবর্তে খেলছেন ফারাজ আকরাম।

আগের দুই ম্যাচের মতো মঙ্গলবার চট্টগ্রামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এছাড়া চট্টগ্রামের উইকেটে পরে ব্যাট করা সহজ। দুই পরিস্থিতি মাথায় রেখে আগে বল করার সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি সিকান্দার রাজা।

বৃষ্টি হলে রান তাড়া করা দল সবসময় সুবিধা পেয়ে থাকে। সেক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস মেথড অনুযায়ী উইকেট হাতে রেখে সহজ লক্ষ্য পাওয়া যায়।

জিম্বাবুয়ের সিদ্ধান্তে সুবিধা হয়েছে বাংলাদেশের। আগের দুই ম্যাচে ব্যাট করা দল এবার নিজেদের ব্যাটিং শক্তি পরীক্ষা করতে পারবে। টি-টোয়েন্টিতে দুইশো বা ১৭০-৮০ রান করার লক্ষ্য নিয়ে ব্যাট করতে পারবে বাংলাদেশ।

অবশ্য বাংলাদেশ দলের চিন্তাটা ভিন্ন। ম্যাচের আগের দিন সহকারী কোচ নিক পোথাস জানিয়েছেন আগে সিরিজ জিততে চান। সে লক্ষ্যে আজ বড় রান করেই সিরিজ জয় নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।  

জিম্বাবুয়ে : সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গাম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, তাদিওয়ানসি মারুমানি, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গে, জোনাথন ক্যাম্পবেল, ব্লেসিং মুজারাবানি, ফারাজ আকরাম, আইন্সলে ডলবু।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত