Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

টপ অর্ডারের ব্যর্থতায় দুইশ হলো না বাংলাদেশের

হৃদয়ের হাফসেঞ্চুরিতে দেড়শ পার বাংলাদেশের। ছবি : ক্রিকইনফো
হৃদয়ের হাফসেঞ্চুরিতে দেড়শ পার বাংলাদেশের। ছবি : ক্রিকইনফো
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

শুরুর ব্যাটাররা অবদান রাখতে পারলেন না তেমন। তাই দুইশো রানের লক্ষ্য ছোঁয়া হয়নি বাংলাদেশের। তাওহিদ হৃদয় ও জাকের আলির বড় জুটিতে সম্মানজনক স্কোর এসেছে অবশ্য। ৫ উইকেটে ১৬৫ রানের পুঁজি পেয়েছে স্বাগতিকরা। তবুও বিশ্বকাপ সামনে রেখে চট্টগ্রামের ব্যাটিং উইকেটে এর চেয়েও বেশি রানের আক্ষেপ থাকবে নাজমুল হোসেন শান্তদের।

আক্ষেপটা শান্তদের কারণেই। ইনিংসের শুরুতে টপঅর্ডাররা আবারও ব্যর্থ হয়েছেন। বড় রান পাননি তিন ব্যাটরের একজনও। লিটন দাশ হাস্যকর ভুল শটে আউট হয়েছেন। অধিনায়ক শান্ত সিকান্দার রাজার আর্মার ডিলেভারিতে পরাস্ত হন। আর ভালো শুরু পেয়েও তানজিদ হাসান তামিম ভুল শটে ক্যাচ আউট হন।

প্রথম বলেই চার মেরে ইনিংসের শুরুটা দারুণ করেছিলেন লিটন। ওই ওভারে তামিমের ব্যাট থেকেও আসে চারের মার। সেই ধারাবাহিকতা থাকেনি। দ্বিতীয় ওভার থেকেই দুই ব্যাটারকে খোলস বন্দি করে ফেলেন জিম্বাবুয়ে বোলাররা। চাপে পড়ে লিটন খেই হারান।

লিটন এমনিতেই বাজে সময়ে আছেন। ব্যাটে রান নেই অনেকদিন। গত সাত ইনিংস মিলিয়ে ১০০ রানও করতে পারেননি। এমন অবস্থায় একের পর এক বল মিস করে আরও চাপে পড়েন। ব্লেসিং মুজারাবানির বলে ইনিংসের চতুর্থ ওভারে ফ্লিক করতে গিয়ে উইকেট বিসর্জন দেন। আগের দুই বলেওই সেই শট খেলার চেষ্টা করে ব্যর্থ হন। তবুও টানা তৃতীয় বলে একই শট খেলতে যান লিটন। ফলাফল ১৫ বলে ২ চারে ১২ রান তার।

এক ওভার পরেই অধিনায়ক শান্ত সিকান্দার রাজার বলে সরাসরি বোল্ড হন। রাজার অফ স্পিন এবার শান্তর জন্য আর্র্ম ডিলেভারি হওয়ায় ব্যাট প্যাডের ফাঁক গলে ভেতরে ঢুকে যায়। ৪ বলে ৬ রানে থামেন শান্ত। ৩১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়েছিলেন তানজিদ ও তাওহিদ হৃদয়। তামিমের ২২ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায়ে এ জুটিও ভাঙে।

চতুর্থ উইকেটে ৮৭ রানের জুটিতে দলকে দেড়শ রান পার করতে সাহায্য করেন হৃদয় ও জাকের। হৃদয় ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৫৭ রান। জাকের ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৪। দুই ব্যাটারই মুজারাবানির ইয়র্কারে বোল্ড হন। শেষদিকে মাহমুদউল্লাহ ৪ বলে ৯ ও রিশাদ ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত