Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

শেষ ম্যাচে লড়াই করে হার বাংলাদেশের

বাংলাদেশ নারী দল
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

সিরিজের শেষ ম্যাচেও ভাগ্য বদলায়নি বাংলাদেশ নারী দলের। ভারত নারীদের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ২১ রানের হার হজম করতে হয়েছে। তবে স্বস্তি এই যে, শেষ ম্যাচে লড়াই করেছে বাংলাদেশ। ভারতের করা ৫ উইকেটে ১৫৬ রানের জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানে থামে। এই সিরিজে যা বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বাংলাদেশ লড়াই করেছে রিতু মনি ও শরিফা খাতুনের ব্যাটে। এই দুই ব্যাটার ইনিংসের মাঝপথে ৭ ওভারে ৫৭ রানের জুটি গড়েছেন। তাদের প্রতিরোধের আগে পুরোনো গল্পই লিখছিল বাংলাদেশ। ইনিংসের শুরুর ১০ ওভারে ৫ উইকেট হারাতে হয় ৫২ রানে। ওই অবস্থা থেকে রিতু ও শরিফা দলকে একশ পার করান।

রিতু ৩৩ বলে ৪ চারে ৩৭ রানে করে আউট হন। পরে রাবেয়া খানকে নিয়ে ২৬ রানের জুটিতে অপরাজিত থাকেন শরিফা। ২১ বলে এই ব্যাটার ৩ চারে করেন ২৮ রান। শুরুর দিকে রাবেয়া হায়দার ঝিলিক ২১ বলে ৩ চারে ২০ রান করেন।

ভারত স্মৃতি মানদানার ৩৩, ডায়লান হেমন্তর ৩৭ ও হারমানপ্রীত কৌরের ৩০ রানে ৫ উইকেটে ১৫৬ রান তোলে। বাংলাদেশের দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আকতার ২টি করে উইকেট নেন।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত