Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে ২ মে

জাতীয় সংসদের অধিবেশন।
জাতীয় সংসদের অধিবেশন।
[publishpress_authors_box]

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে আগামী ২ মে। সেদিন বিকাল পাঁচটায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চলতি সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ৩০ জানুয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২২টি। সংবিধানের নিয়ম অনুযায়ী সেই অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে অধিবেশন জুড়ে সেই ভাষণের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।

গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী বিএনপিসহ বিভিন্ন দল ও জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। সেই নির্বাচনে জয়লাভ করে আবার সরকার গঠন করে আওয়ামী লীগ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত