Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

উখিয়ার ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা আটক  

কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে রবিবার ভোরে ৫ রোহিঙ্গাকে আটক করা হয়।
কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে রবিবার ভোরে ৫ রোহিঙ্গাকে আটক করা হয়।
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করার কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদের দাবি, আটক রোহিঙ্গারা ক্যাম্পভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় সদস্য। 

রবিবার ভোরে উখিয়ার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।

আটক রোহিঙ্গারা হলেন কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মোহাম্মদ জোবায়ের (২২), সি-২ ব্লকের দিল মোহাম্মদ (৩৫), মোহাম্মদ খলিল (৩৪) ও মোহাম্মদ ইদ্রিছ (২৮) এবং এ-৬ ব্লকের মোহাম্মদুল্লাহ (২৫)।

এডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, ডি-৯ ব্লকের এক ঘরে কয়েকজন অপরাধ সংঘটনের লক্ষ্যে সশস্ত্র অবস্থায় রয়েছে খবর পেয়ে সেখানে অভিযানে যায় এপিবিএনের একটি দল।

একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন পালানোর চেষ্টা করে। এসময় ৫ জনকে আটক করা সম্ভব হয়। পরে তাদের দেহ ও ওই ঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল, ২টি দেশি বন্দুক ও ১৮টি গুলি পাওয়া যায়।

এপিবিএনের এই কর্মকর্তা বলেন, “আটক রোহিঙ্গারা ক্যাম্পভিত্তিক একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।”

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত