Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

শিরোপার দুয়ারে আবাহনী, মুশফিকের আউট নিয়ে বিতর্ক

প্রিমিয়ার লিগে রেকর্ড ২৩তম শিরোপার সামনে আবাহনী। ছবি : সকাল সন্ধ্যা
প্রিমিয়ার লিগে রেকর্ড ২৩তম শিরোপার সামনে আবাহনী। ছবি : সকাল সন্ধ্যা
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

শুধু আনুষ্ঠানিকতাটাই বাকি, সেটা ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলে। নইলে তিন ম্যাচ হাতে রেখে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জেতাটা একপ্রকার নিশ্চিতই আবাহনীর।

বৃহস্পতিবার ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপায় এক হাত রেখেছে তারা। অবশ্য লিগের আরও তিন রাউন্ড বাকি থাকায় ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতাটুকু বাকি। এছাড়া রেকর্ড ২৩তম লিগ শিরোপায় হাত রাখতে সূক্ষ্ম গাণিতিক হিসাব ছাড়া আর কোন বাধা নেই আবাহনীর। 

তবুও শিরোপা উৎসবে আপত্তি আবাহনী ক্রিকেটারদের। ম্যাচ শেষে তাদের গ্রুপ ছবি তোলার আনুরোধ করতেই অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলে ওঠেন, “আমরা তো এখনও শিরোপা জিতি নাই। খেলা বাকি আছে তো!” আসলে গ্রুপ ছবিটা যে শিরোপা উৎসবের জন্য নয় তা পরে বুঝেছেন মোসাদ্দেক। এদিন আবাহনীর জার্সিতে টানা ১২ বছর পূর্ণ করলেন। তাই মোসাদ্দেককে ঘিরে সতীর্থদের এক ফ্রেমে বেঁধে রাখা।

এমনিতে শিরোপা জয় নিয়ে খুব একটা অনিশ্চয়তা নেই। তিন রাউন্ড বাকি থাকতে পয়েন্ট তালিকায় ১৩ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট ক্লাবটির। তাদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে মোহামেডান। পরের তিন ম্যাচ তারা জিতলে আর আবাহনী হারলে দুই দলের পয়েন্ট হবে সমান ২৬। তবে রান রেটে অনেকটা এগিয়ে থাকবে আকাশী-হলুদরা।

ম্যাচ শেষে আবাহনীর হয়ে টানা ১২ বছর খেলা মোসাদ্দেককে ব্লেজার ও স্মারক ক্রেস্ট তুলে দেন সতীর্থরা। ছবি : সকাল সন্ধ্যা

এরপর লিগের বাইলজ অনুযায়ী হিসাবে আসবে হেড টু হেড। সেখানে লিগ পর্বে মোহামেডানকে বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী। এবার সুপার লিগের লড়াইয়ে আবাহনীকে কম ওভারে বিশাল ব্যবধানে হারালেও বর্তমানে থাকা রান রেটের ব্যবধান কমানো কঠিন মোহামেডানের জন্য। শীর্ষে থাকা আবাহনীর রান রেট এখন ২.৪৪, মোহামেডানের ০.৩৮।

তাই বৃহস্পতিবারের জয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা এগিয়ে রাখল আবাহনী তা বলাই যায়।

সুপার লিগে ওঠা দলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল দল গাজী গ্রুপ। তাদের বিপক্ষে ম্যাচ হওয়ায় আবাহনীর অঘটনের শিকার হওয়ারও সম্ভাবনা ছিল না। মাঠের পারফরম্যান্সে সেই সম্ভাবনাটুকুও দেখা দেয়নি। আগে ব্যাট করতে নেমে জাতীয় দল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৪৩ রান তোলে আবাহনী।

শান্ত ৮৪ বলে ১০১ রান করে ৬ ছক্কা ও ৮ চারে। এছাড়া এনামুল হক বিজয় ৫১ বলে ৬৮ ও তৌহিদ হৃদয় ৪০ বলে অপরাজিত ৫৮ রান করেন। জবাবে রাকিবুল হাসানের ৪ উইকেটে ৩৫.১ ওভারে ১৭২ রানে অলআউট হয় গাজী গ্রুপ।

একই দিনে সুপার লিগে দ্বিতীয় জয় নিশ্চিত করেছে মোহামেডান। রনি তালুকদারের বিশাল সেঞ্চুরিতে মিরপুরে ৬ উইকেটে ৩১৭ রান তোলে তারা। রনি ১৩১ বলে ৯ ছক্কা ও ৮ চারে করেন ১৪১ রান। এছাড়া মাহিদুল অঙ্কন ৫০ ও মেহেদি হাসান মিরাজ ২৯ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। জবাবে মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের প্রাইম ব্যাংক নির্ধারিত ওভারে ২৮৪ রানে অলআউট হয়ে ৩৩ রানে ম্যাচ হারে।

ছক্কা মেরেও আউট মুশফিক

৩৩.৪ ওভারে মুশফিকুর রহিম আউট নাকি নটআউট-এই বিতর্কে ম্যাচ বন্ধ ছিল কিছুক্ষণ। শেষ পর্যন্ত ছক্কা মেরেও বিতর্কিত আউট হয়েছেন মুশফিক। বাউন্ডারি লাইনে আবু হায়দার রনি দারুণ ক্যাচ নিয়েছিলেন মুশফিকের। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা গেছে ক্যাচ নেওয়ার সময় পা দড়িতে লেগেছিল রনির।


ম্যাচ রেফারি রকিবুল হাসান নিশ্চিত করেছেন, থার্ড আম্পায়ার না থাকায় এসব ক্ষেত্রে ফিল্ডার কী বলছেন, সেটা শোনা হয়। তাই অনফিল্ড আম্পায়াররা মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েসেরে কাছে যান সিদ্ধান্ত পরিবর্তন করলে তার আপত্তি থাকবে কিনা-এটা জানতে। ইমরুল আপত্তি জানালে সাজঘরেই ফিরতে হয় মুশফিককে।

বিকেএসপিতে সুপার লিগের অন্য ম্যাচে শাইনপুকুরকে হারিয়েছে শেখ জামাল। জিসান আলমের ৬১ বলে ৯৮ রানে ২৬৪ রান তোলে শাইনপুকুর। জবাবে ফজলে মাহমুদ রাব্বির ১১৯ বলে ১০১ রানে ৩ উইকেটে প্রয়োজনীয় রান তোলে ৭ উইকেটের জয় নিশ্চিত করে শেখ জামাল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত