এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। তার ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে পূর্ব অনুষ্ঠানে যোগ দিতে ভারতের গুজরাট রাজ্যে পৌঁছেছেন বিশ্বের কিছু প্রভাবশালী ব্যক্তি।
রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে জাদুকর, কারা নেই গুজরাটের জামনগরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের অতিথি তালিকায়।
তিন দিনের জমকালো এই অনুষ্ঠানে ইতিমধ্যেই যোগ দিয়েছেন প্রযুক্তি জায়ান্ট মার্ক জাকারবার্গ, পপ তারকা রিহানা ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। অনুষ্ঠানের প্রথম দিন গত শুক্রবার তাদের দেখা গেছে।
২৮ বছর বয়সী অনন্ত আম্বানির সঙ্গে আগামী জুলাইয়ে বিয়ে হবে রাধিকা মার্চেন্টের।
বিবাহ পূর্ব অনুষ্ঠানে বলিউডের মেগাস্টারদের মধ্যে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানও উপস্থিত হয়েছেন। বলিউডের আরও অনেক শীর্ষস্থানীয়রাও থাকছেন অনুষ্ঠানে।
ফোর্বসের মতে, ৬৬ বছর বয়সী মুকেশ আম্বানি বর্তমানে ১১৫ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের মালিক হিসেবে বিশ্বের দশম ধনী ব্যক্তি। ১৯৬৬ সালে তার বাবার প্রতিষ্ঠিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি বিশাল কোম্পানি। এটি তেল শোধন থেকে শুরু করে আর্থিক পরিষেবা ও টেলিকমসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত।
অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির তিন সন্তানের মধ্যে ছোট। তিনি প্রতিষ্ঠানটির জ্বালানি ব্যবসার সঙ্গে জড়িত ও রিলায়েন্স ফাউন্ডেশনের বোর্ডেরও সদস্য।
আম্বানি পরিবারের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানের ঐতিহ্য অনুসারে, অনন্ত আম্বানির বিবাহ পূর্ব অনুষ্ঠানটিও বেশ জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে।
আম্বানির মেয়ে ইশা আম্বানির বিবাহ পূর্ব অনুষ্ঠান ২০১৮ সালে ভারতের উদয়পুর শহরে হয়েছিল। সেখানে পারফর্ম করেছিলেন পপতারকা বিয়ন্সে। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও জন কেরি।
ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ইশার বিয়েতে মুকেশ আম্বানি ১০০ মিলিয়ন ডলার ব্যয় করেছিল। যদিও পরিবারটির ঘণিষ্ঠ এক ব্যক্তি ওই তথ্য অস্বীকার করে বলেন, খরচ হয়েছিল ১৫ মিলিয়ন ডলার।
অনন্ত আম্বানির বিবাহ পূর্ব অনুষ্ঠানের শুরু হয় জামনগরের জনগণের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রকৃতি ও ঐতিহ্য।
টাইমস অব ইন্ডিয়া বলছে, বৃহস্পতিবার অনুষ্ঠানের অতিথিদের নিয়ে যাওয়া হয় জামনগরের একটি উদ্ধার কেন্দ্রে। সেখানে দুই হাজারের বেশি প্রাণী রয়েছে।
আর রয়টার্স বলছে, উদ্ধার কেন্দ্র পরিদর্শনে যাওয়া অতিথিদের জন্য বিশেষ পোশাকের ব্যবস্থা ছিল। আর এই পোশাকের নাম দেওয়া হয় `জঙ্গল ফিভার‘।
রিলায়েন্সের প্রধান তেল শোধনাগারের কাছে জামনগরে অনুষ্ঠিত বিবাহ পূর্ব অনুষ্ঠানে প্রায় ১২০০ অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিনোদনের জন্য থাকছেন পপতারকা রিহানা ও জাদুকর ডেভিড ব্লেইন।
রয়টার্স বলছে, অতিথি তালিকায় ভারতের ধনকুবের গৌতম আদানি ও কুমার মঙ্গলম বিড়লাও রয়েছেন। ডিজনি সিইও বব ইগারও এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এশিয়ায় বাণিজ্যিক সফররত জাকারবার্গ গত বৃহস্পতিবার জামনগরে পৌঁছেছেন। বিল গেটস অবশ্য কয়েকদিন আগেই ভারত পৌঁছেছেন। তিনি ফুটপাতে এক চা বিক্রেতার তৈরি চা খাচ্ছেন, এমন একটি ভিডিও পোস্ট করেছেন। সেটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
শুক্রবার ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্র্যাভো ও বিপি (ব্রিটিশ পেট্রোলিয়াম) সিইও মুরে অ্যাচিনক্লসকে অনুষ্ঠানে দেখা গেছে।
আম্বানির অনুষ্ঠানে প্রত্যাশিত অন্য অতিথিদের মধ্যে রয়েছেন ব্ল্যাকরকের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি ফিঙ্ক, অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রুড ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।
ব্লুমবার্গ বলছে, মুকেশ আম্বানির ছোট ছেলের বিবাহ পূর্ব অনুষ্ঠানে বিশ্বব্যাপী কর্পোরেট কর্তাব্যক্তিদের অংশগ্রহণের সংখ্যা তার দুই বড় সন্তানের বিবাহ পূর্ব অনুষ্ঠানের তুলনায় অনেক বেশি। একে রিলায়েন্সের ক্রমবর্ধমান প্রভাব এবং ভারতীয় অর্থনীতিতে বিশ্বের প্রযুক্তি, মিডিয়া ও জ্বালানি জায়ান্টদের প্রবেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে দেখা হচ্ছে।