Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

প্রথম ফুটসাল র‍্যাঙ্কিংয়ে ফ্রান্সেরও আগে বাংলাদেশের মেয়েরা

555
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

১৯৯২ সালের ডিসেম্বরে প্রথমবার ফুটবলের র‍্যাঙ্কিং চালু করে ফিফা। মেয়েদের র‍্যাঙ্কিং চালু হয় ২০০৩ সালে। তবে কাল (৬ মে) একই সঙ্গে ফুটসালের র‍্যাঙ্কিং প্রবর্তন করল ফিফা।

 সেই র‍্যাঙ্কিংয়ে ছেলে ও মেয়েদের বিভাগে ১ নম্বর দল ব্রাজিল। ছেলেদের র‍্যাঙ্কিংয়ে জায়গা হয়নি বাংলাদেশের। তবে মেয়েদের ফুটসাল র‍্যাঙ্কিংয়ে চমকেই দিয়েছে তারা। ফ্রান্স, পেরু, চিলি, স্লোভেনিয়ার মত দলকে পেছনে ফেলে বাংলাদেশ আছে ৪৪ নম্বরে।

দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ৬৯ দলের র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সুযোগ হয়নি ভারত, পাকিস্তানসহ অন্য দেশগুলোর। ফ্রান্স ৫৬ আর চিলি আছে ৫৭ নম্বরে।

 বিশ্বকাপ ফুটবলের মতো বিশ্বকাপ ফুটসালও পাঁচবার জিতেছে ব্রাজিলিয়ানরা। এরই প্রতিফলন প্রথমবার চালু হওয়া র‌্যাঙ্কিংয়ে। ব্রাজিল জায়গা পেয়েছে এক নম্বরে।

 

ছেলেদের ৪৬০০টি ফিফা ‘এ’ ম্যাচের ফলের ভিত্তিতে করা হয়েছে এই র‌্যাঙ্কিং। ফুটসালের প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ে আছে ১৩৯টি দল। ব্রাজিলের পর দুইয়ে আছে পর্তুগাল। স্পেন তিনে, ইরান চারে ও আর্জেন্টিনা আছে পাঁচ নম্বরে।

বাংলাদেশের সুযোগ না হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ ১১০, নেপাল ১২১ ও ভারত আছে ১৩৫ নম্বরে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত