Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় দেরি

বাংলাদেশ ক্রিকেট
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে বিস্তর নাটক হয়েছে। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ দলে থাকবেন কিনা এটাই ছিল আলোচনার কেন্দ্রে। তাই দল ঘোষণার শেষ দিনের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে বিসিবি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল বাছাই নিয়ে অতীত অবস্থা নেই। কোন বিশেষ পজিশনে কোন ক্রিকেটারকে খেলানো হবে এ নিয়েও বড় দ্বিধা নেই। শুধু একটি পজিশন নিয়ে আলোচনার বিষয় আছে। সেই পজিশনে কে থাকবেন জিম্বাবুয়ে সিরিজে তা দেখা হবে। এছাড়া সৌম্য সরকারের ইনজুরিও দল ঘোষণায় দেরি হওয়ার কারণ।

আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও বাংলাদেশ দল চূড়ান্ত হয়েই আছে। বিসিবি ক্রিকেট অপারেশন্সের কাছে দল দিয়েও দিয়েছেন নির্বাচকরা। এবার আনুষ্ঠানিক ভাবে তা জানানোর দায়িত্ব ক্রিকেট অপারেশন্সের।

সকালসন্ধ্যার কাছে এমনটাই জানালেন বিসিবির নির্বাচক হান্নান সরকার, “আমরা দল দিয়েছি। এখন ঘোষণা করার দায়িত্ব তো ক্রিকেট অপারেশন্সের। আমরা যে দল দিয়েছি সেখানে কোন পরিবর্তন আসবে কিনা সেটা আলোচনা করে আনুষ্ঠানিক ঘোষণা দিবে তারা।”

পরিবর্তন আসার চিন্তাটা সৌম্য সরকারের ইনজুরির কারণেই। গত শ্রীলঙ্কা সিরিজে এই ক্রিকেটার পায়ে ও ঘাড়ে চোট পেয়েছিলেন। ঘাড়ের চোট গুরতর না হলেও পায়ের চোটে কিছুদিন তাকে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হয়েছে। এখন ভালো ভাবে হাঁটতে পারলেও পুরোপুরি খেলার উপযোগী হতে সময় লাগবে। আগামী সপ্তাহে চূড়ান্ত পর্যবেক্ষণ করা হবে সৌম্যর পায়ের অবস্থা।

জাতীয় দলে একটি কম্বিনেশন নিয়ে চিন্তা আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। সে জায়গায় একজন ওপেনার, স্পিনার না পেসার কম নেয়া হবে তা নিয়ে।

পহেলা মে ঘোষিত দলে বদল আনার সুযোগ থাকবে ২৪ মে পর্যন্ত। ওই সময়ের মধ্যে সৌম্য ফিট হয়ে গেলে চূড়ান্ত দলে এই ওপেনার ফিরবেন। সেক্ষেত্রে বাঁহাতি স্পিনার তানভীর না একজন ওপেনার বাদ পড়বেন ক্রিকেট অপারেশন্সের সঙ্গে সে আলোচনা করবে টিম ম্যানেজমেন্ট। আবার সাইফউদ্দিন দলে থাকছেন বলে পেসার তানজিম সাকিব বাদ পড়তে পারেন।  

এছাড়া জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে বেশ কয়েকটি কম্বিনেশনে একাদশ খেলিয়ে দেখা হবে। সেখানে কোন ক্রিকেটার দলের প্রয়োজনে বেশি ফিট হন তা দেখতে চায় দল। হান্নান সরকার এ ব্যাপারে সকাল সন্ধ্যাকে বলেছেন, “আমাদের চিন্তাটা ওই রকমই। জিম্বাবুয়ে সিরিজে কিছু কম্বিনেশন দেখা হবে। আবার ইনজুরির ব্যাপারও আছে। তো ওটা দেখে চূড়ান্ত দলটা দিবে। খুব বেশি পরিবর্তন তো নেই। আমরা চূড়ান্ত দল হিসেব করেই দিয়েছি। দেখা গেল জিম্বাবুয়ে সিরিজের প্রথম ভাগ শেষ হতে বা তার আগেও দিয়ে দিতে পারে।”

চূড়ান্ত দলের সঙ্গে রিজার্ভও দিয়ে দেয়া হয়েছে। সেখানে জিম্বাবুয়ে সিরিজের আগে ক্যাম্পে ডাক পাওয়া পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ও ইনজুরিতে থাকা সৌম্য আছেন। ইনজুরি কাটিয়ে উঠলে অবশ্য তার চূড়ান্ত দলে ঢুকে পড়ে একরকম নিশ্চিত।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দল দিবে বিসিবি। ২১, ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া ওই তিন ম্যাচের জন্য দেয়া দলই হবে চূড়ান্ত বিশ্বকাপ দল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত