Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

বিশ্বকাপে বাংলাদেশের ১৫ জনে থাকছেন কারা

দল নির্বাচনে নির্বাচকদের পাশাপাশি প্রাধান্য পাবে অধিনায়ক শান্ত ও কোচ হাথুরুসিংহের চাওয়ায়।
দল নির্বাচনে নির্বাচকদের পাশাপাশি প্রাধান্য পাবে অধিনায়ক শান্ত ও কোচ হাথুরুসিংহের চাওয়ায়।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ডেডলাইন ১ মে। এদিনই আইসিসির কাছে পাঠাতে হবে বিশ্বকাপের ১৫ জনের দল। ২৫ মে পর্যন্ত সেই দলে পরিবর্তন করা যাবে ইচ্ছেমতো। তাই আর ২৪ ঘণ্টার মধ্যে দল পাঠাতে হবে বাংলাদেশকে। হয়তো সেটা বিসিবি পাঠিয়েও দিয়েছে আইসিসির কাছে। সেই দল আনুষ্ঠানিকভাবে ঘোষণার বাধ্যবাধকতা আপাতত নেই।

বিশ্বকাপের স্বপ্নের সেই ১৫ জনের দলে কারা থাকছেন এ নিয়ে যথেষ্ট কথা হচ্ছে ক্রিকেটাঙ্গনে। সম্ভাব্য একটা দল নিয়ে আলোচনা করাই যায়।

গত ওয়ানডে বিশ্বকাপে দুজন ওপেনার নিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। খারাপ পারফর্ম্যান্সের পরও খেলিয়ে যেতে হয়েছে তানজিদ হাসান তামিমকে। এবার অন্তত তিনজন ওপেনার দলে থাকবেনই।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ খেলা সিরিজে কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন লিটন দাস ও সৌম্য সরকার আছেন বিশ্বকাপে ওপেন করার ভাবনায়। চোটের জন্য সৌম্য নেই জিম্বাবুয়ের বিপক্ষে দলে। ফিট হয়ে উঠলে বিশ্বকাপে লিটন দাসের সঙ্গে ওপেন করার সম্ভাবনায় এগিয়ে তিনি।

তিন নম্বর ওপেনার হিসেবে বেছে নেওয়া হবে তানজিদ হাসান তামিম ও পরাভেজ হোসেন ইমনের একজনকে। এখনও টি-টোয়েন্টি অভিষেক না হলেও গত বিপিএলে নিজের সামর্থ্য জানান দিয়েছেন তামিম। ১টি সেঞ্চুরিসহ ১৩৫.৬৮ স্ট্রাইক রেটে করেছেন ৩৮৪ রান যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ।

জাতীয় দলের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেললেও পারভেজ হোসেনের স্ট্রাইক রেট ৫৪.৩৪। এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬২৩ রান করলেও স্ট্রাইক রেট ৮৯.১২। পারভেজ হোসেনের চেয়ে সম্ভাবনায় এগিয়ে তানজিদ হাসান তামিমই। তবে সৌম্য সময়মতো ফিট না হলে কপাল খুলবে তার।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলীরা থাকবেন নিশ্চিতভাবে। গত ওয়ানডে বিশ্বকাপে একজন বাড়তি ব্যাটার না থাকায় ভুগতে হয়েছে বাংলাদেশকে। বাড়তি সেই ব্যাটার হিসেবে একজনকে ভাবতেই পারেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট।

সেই ভাবনায় আসবে আফিফ হোসেনের নাম। এবারের ডিপিএলে চার ইনিংসে অপরাজিত ছিলেন আফিফ আর গত বিপিএলে ১২০.৮৬ স্ট্রাইক রেটে করেছেন ২৭৮ রান। তার সঙ্গে আবার কোচ চন্ডিকা হাথুরুসিংহের সম্পর্কটা উষ্ণ নয়। এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকলেও ৮ নম্বর ব্যাটার হিসেবে তার যুক্তরাষ্ট্রের বিমানে উঠার সম্ভাবনা কম।

এই জায়গাটায় ব্যাট করার মত দুই স্পিনার আছে বাংলাদেশের। তারা রিশাদ হোসেন ও মেহেদী হাসান। টি-টোয়েন্টি যেহেতু ৫০ ওভারের মত দীর্ঘ ফরম্যাটের নয়, তাই আফিফের জায়গায় এই দুজনকে ভাবতেই পারেন নির্বাচকরা।

এরপরের সিদ্ধান্ত চার পেসার নাকি পাঁচ পেসার নিয়ে যাওয়া। বিশ্বকাপটা যেহেতু লম্বা টুর্নামেন্ট আর যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ অনেক দূরের দেশ তাই পাঁচ পেসার নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশের। তাছাড়া সাকিব আল হাসান থাকায় বাড়তি বামহাতি স্পিনার হিসেবে সম্ভাবনায় পিছিয়ে তানভির ইসলাম।

 অনেক দিন ধরেই বাংলাদেশের শক্তির জায়গা হয় উঠেছে পেস বোলিং। এই শক্তি বাড়ানোয় অগ্রণী ভূমিকা রাখা তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম অবশ্যই থাকবেন বিশ্বকাপে। তাদের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

চোট কাটিয়ে ফিরে গত বিপিএলে ১৫ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। শেষ দিকে নেমে করেছেন ঝড়ো ব্যাটিংও। ইনজুরি মুক্ত হয়ে সাইফউদ্দিন ভালো করছেন ডিপিএলে। তাই পঞ্চম পেসার ও একজন অলরাউন্ডার হিসেবে তার জায়গা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

সম্ভাব্য ১৫ জনের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত