Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

বাংলাদেশের ব্যাটিং দেখে ভয় পাচ্ছেন পাপন

ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত
ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। অথচ বিশ্বকাপের আগে আফ্রিকার এই দলটির বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। প্রত্যাশা অনুযায়ী, প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে লাল-সবুজ জার্সিধারীরা। দুটো ম্যাচ সহজে জিতলেও ব্যাটিংয়ে মন ভরাতে পারেননি নাজমুল হোসেন শান্তরা।

সোমবার (৬ মে) শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। পুরস্কার বিতরণী শেষে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার হতাশার কথা গোপন রাখেননি। বাংলাদেশের ব্যাটিংয়ে দেখে রীতিমতো ভয় পাচ্ছেন তিনি!

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের ১৩৯ রানের লক্ষ্য পেরোতে স্বাগতিকদের খেলতে হয়েছে ১৮.৩ ওভার পর্যন্ত। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের যে অবস্থা, সেই বিচারে বাংলাদেশের ব্যাটিংয়ে খুব একটা ধার খুঁজে পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমে কথা বলার সময় সেটিই মনে করিয়ে দিলেন পাপন, “জিম্বাবুয়ের বিপক্ষে দুটো ম্যাচ আমরা দারুণভাবে জিতেছি। তবে ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে।”

ভারতে চলছে আইপিএল। ফ্র্যাঞ্চাইজি এই প্রতিযোগিতায় চলছে রানবন্যা। একই সময়ে বাংলাদেশের ব্যাটিং দেখে পার্থক্যটা স্পষ্ট বুঝতে পারছেন বিসিবি সভাপতি, “এবারের আইপিএল দেখে কিছু বুঝতে পারছি না। ২৫০-৬০ রান করেও হেরে যাচ্ছে। তো আইপিএলের সঙ্গে তুলনা করলে বড় একটা পার্থক্য দেখতে পাচ্ছি (বাংলাদেশের ব্যাটিংয়ে)।”

ব্যাটিংয়ে অসন্তুষ্ট পাপন বাংলাদেশের বোলিংয়ে তৃপ্ত, “তবে বোলিংয়ে ভালো করেছে। সাইফউদ্দিন এতদিন পর ফিরে দারুণ করেছে। শেখ মেহেদী ভালো করেছে। তাসকিনকে দেখে মনে হচ্ছে বিধ্বংসী। এগুলো দেখে ভালো লেগেছে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত