Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

মাহিনের মৃত্যু : চালকসহ ডিএসসিসির ৩ কর্মী চাকরিচ্যুত

নিহত মাহিম আহমেদ।
নিহত মাহিম আহমেদ।
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ময়লাবাহী গাড়ির চাপায় স্কুলছাত্র মাহিন আহমেদের মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

তারা হলেন করপোরেশনের গাড়িচালক মো. কামাল এবং পরিচ্ছন্নকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী বাবু।

সোমবার করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ভিন্ন দুটি আদেশে তাদের চাকরিচ্যুত করা হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের সকাল সন্ধ্যাকে বলেন, শিক্ষার্থী মাহিন আহমেদ নিহতের ঘটনায় নিজ নামে বরাদ্দকৃত গাড়ি অন্যকে দিয়ে চালানোর অপরাধে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

গত ২৫ এপ্রিল রাত ১০টার দিকে মুগদার মদিনাবাগ কাঁচা বাজার সংলগ্ন সড়কে ময়লাবাহী গাড়ির চাপায় নিহত হয় ১৪ বছর বয়সী মাহিন।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাসুম মিয়ার ছেলে মাহিন পরিবারের সঙ্গে মুগদা মামা ভাগিনা গলি এলাকায় একটি বাসায় ভাড়া থাকত। সে মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত।

তাকে ধাক্কা দেওয়া গাড়িটি ডিএসসিসির অঞ্চল-২ এর মদিনাবাগ প্রাথমিক বর্জ্য স্থানান্তর কেন্দ্র হতে বর্জ্যভর্তি কনটেইনার নিয়ে যাচ্ছিল।

ডিএসসিসি জানিয়েছে, কামালের নামে গাড়িটি বরাদ্দ ছিল। তার সহায়ককর্মী ছিলেন অঞ্চল-৫ এর পরিচ্ছন্নতাকর্মী আক্তার হোসেন। তবে কামালের অনুপস্থিতিতে গাড়িটি চালাচ্ছিলেন আরেক পরিচ্ছন্নতাকর্মী জিলানীর খালাত ভাই মো. রুবেল।

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণ হিসাবে ডিএসসিসি বলেছে, তিনজনই দায়িত্ব পালনে চরম অবহেলা ও গাফিলতি দেখিয়েছেন। যে কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুনাম চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত